কোভ্যাক্সিনের মান নিয়ে প্রশ্ন তুলে চুক্তি বাতিল করতে চলেছে প্যারাগুয়ে

অতিমারি আবহে কোভ্যাক্সিন টিকা শুধুমাত্র দেশের নাগরিকদের জন্যই নয় , বিদেশের বহু দেশেও সরবরাহ করেছিল ভারত বায়োটেক। কিন্তু সেই কোভ্যাক্সিনের মান নিয়ে প্রশ্ন তুলে ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি ভারত বায়োটেক।



আরও পড়ুন:স্বামী কেটে দিয়েছে ডান হাত! বাঁ হাতে কলম ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর


প্যারাগুয়ের স্বাস্থ্যমন্ত্রী জুলিয়ো বোরবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত বায়োটেকের সঙ্গে টিকা ক্রয় সংক্রান্ত চুক্তি বাতিল করা হচ্ছে। সে দেশে মোট ১০ লক্ষ কোভ্যাক্সিন টিকা পাঠানোর কথা ছিল ভারত বায়োটেকের।




প্রসঙ্গত, করোনাকালে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে  টিকার দরপত্র আহ্বান করেছিল। তাইওয়ানের সহায়তায় প্যারাগুয়েতে টিকা সরবরাহের বরাত পায় ভারত বায়োটেক। মূলত প্যারাগুয়ের টিকার বাজার থেকে চিনকে দূরে রাখার প্রয়াস ছিল এটি। কিন্তু এখন সেই টিকারই মান নিয়ে প্রশ্ন তুলে বরাত বাতিল করে দেওয়ার পথে হাঁটছে জো লুই চিলেভার্টের দেশ।

Previous articleআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মিতালি রাজের, টুইট করে ঘোষণা
Next articleশিবপুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ বেশ কয়েকজন