Saturday, August 23, 2025

দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ অব্যাহত, ফের পড়ল ডলারের তুলনায় টাকার দাম

Date:

দেশের অর্থনীতিতে(Economy) রক্তক্ষরণ অব্যাহত। একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি এরইসঙ্গে জারি রইল টাকার(Rupess) দামে পতন। সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ডলারের(Dollar) তুলনায় টাকার দাম হল ৭৭ টাকা ৮১ পয়সা।

গত মার্চ মাসের শুরুতে ডলারের পরিবর্তে টাকার দাম পৌঁছয় ৭৭ টাকা। এরপর মে মাসের শেষে সেই দাম পৌঁছয় ৭৭ টাকা ৭৩ পয়সা। এদিন বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৭৭ টাকা ৭৪ পয়সা। তবে দিনের শেষে একধাক্কায় তা নেমে আসে ৭৭ টাকা ৮১ পয়সায়। যেভাবে ডলারের তুলনায় লাফিয়ে লাফিয়ে নামছে টাকার দাম তাতে উদবেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যার প্রভাব সরাসরি পড়তে চলেছে ব্যাঙ্কগুলির উপর। রিজার্ভব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর জেরে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই পক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফলে প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। যদিও এই পরিস্থিতির মাঝেও গতকালের তুলনায় কিছুটা উত্থান ঘটেছে শেয়ার বাজারে। এদিন বাজার খোলার পর শুরুতে কিছুটা ধাক্কা খেলেও দিনের শেষে ৪২৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাশাপাশি নিফটি বেড়েছে ১২১ পয়েন্ট।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version