Thursday, August 21, 2025

Sunil Chhetri: যুবভারতীর উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Date:

বুধবার এএফসি এশিয়ান কাপের ( AFC Asian Cup) যোগ‍্যতা অর্জনপর্বের ম‍্যাচে কাম্বোডিয়ার (Combadia) বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় ভারত (India)। সৌজন্যে সুনীল ছেত্রীর ( Sunil Chhetri) জোড়া গোল। আর এই ম‍্যাচে ভারতীয় দলকে সমর্থন করতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন সমর্থকরেরা দেশের হয়ে গলা ফাটাতে। আর যুবভারতীর এই উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক। তিনি বলেন,” দর্শকরা যে ভাবে আমাদের সমর্থন করেছেন, তা অতুলনীয়।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সুনীল বলেন,”দর্শকরা যে ভাবে আমাদের সমর্থন করেছেন, তা অতুলনীয়। ওঁদের খুশি করতে পেরেই বেশি আনন্দ হচ্ছে। শুনছিলাম, রাত সাড়ে আটটায় খেলা দেখতে নাকি বেশি দর্শক আসবেন না। বাস্তবের ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করছি, পরের ম্যাচগুলিতে দর্শকদের আরও আনন্দ দিতে পারব। সকলকে ধন্যবাদ। অনুরোধ করব যদি সম্ভব হয়, আফগানিস্তান ম্যাচেও আপনারা যুবভারতীতে আসুন।”

আন্তর্জাতিক ম্যাচে লিয়োনেল মেসির গোল সংখ্যা ছুতে সুনীলের মাত্র বাকি চার গোল। এই মুহূর্তে আন্তর্জাতিক ম‍্যাচে মেসির গোলসংখ্যা ৮৬। ভারত অধিনায়কের ৮২ টি। মাত্র চারটি গোল পিছনে সুনীল। চলতি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেই আর্জেন্তিনীয় কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। এই নিয়ে সুনীল বলেন, “আমি কখনওই পরিসংখ্যান নিয়ে ভাবি না। এতগুলো গোল করেছি দেখে মনে হচ্ছে আমার আরও বয়স হয়ে গিয়েছে। আসলে আমাকে ছোট থেকে যাঁরা দেখেছেন তাঁরা জানেন, পরিসংখ্যান নিয়ে কোনও দিনই মাথা ঘামাই না। হ্যাটট্রিক হয়নি এটা নিয়েও ভাবছি না। দলের জয়টাই আমার কাছে আসল।”

আরও পড়ুন:Kl Rahul: প্রথমবার দেশের মাটিতে নেতৃত্ব দেওয়া থেকে বঞ্চিত, আবেগঘন বার্তা রাহুলের

 

 

Related articles

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...
Exit mobile version