ভবানীপুর খুন : মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে, জানালেন পুলিশ কমিশনার  

ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল চক্রী এখনও অধরা। তাকেও খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন  পুলিশ কমিশনার। এদিন সাংবাদিক সম্মেলনে  সিপি জানিয়েছেন যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এমন প্রমাণ মিলেছে।  এদের মধ্যে একজন  আততায়ীকে বন্দুক এনে দিয়েছিল। পুলিশ কমিশনার জানিয়েছেন , আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন হতে হয়েছে ভবানীপুরের গুজরাতি দম্পতিকে।  এক জন দূর সম্পর্কের আত্মীয় শাহ পরিবারের কাছ থেকে ২০১৯ সালে ১ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। আর সেই আর্থিক লেনদেনের জেরেই এই খুন হয়েছে। সম্ভবত ওই আত্মীয়ই বাকি আততায়ীদের নিয়ে যান বলেও জানালেন সিপি। সিপি  এদিন জানিয়েছেন, বৃহস্পতিবারই তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।  তবে মূল চক্রী এখনও গ্রেফতার হয়নি। খুন শীঘ্রই তাকে ধরা যাবে বলে জানানো হয়েছে।  ওই  মূল চক্রী সম্ভবত তাঁদের মেজো জামাইয়ের এক আত্মীয়। ওই  টাকা মেটানো নিয়ে দীর্ঘ দিন ধরেই ঝামেলা চলছিল অশোক শাহর সঙ্গে। সম্প্রতি কিছু টাকা ফেরতও দিয়েছিলেন। বাকি টাকা না মেটানোয় খুন করা হয়ে থাকতে পারে শাহ দম্পতিকে।

 

 

 

 

Previous articleকথা রাখলেন মুখ্যমন্ত্রী: পূর্ব বর্ধমানে চাকরি পাচ্ছেন রেণু খাতুন
Next articleHS Result 2022 : আগামিকাল ফলপ্রকাশ, ঘোষণা হতে পারে আগামি বছরের পরীক্ষার সূচি