Monday, July 7, 2025

ভবানীপুরে জোড়া খুনকাণ্ড: সুপারি কিলার সহ গ্রেফতার ৩

Date:

Share post:

ভবানীপুরে দম্পতি খুনকাণ্ডে গ্রেফতার করা হল সুপারি কিলারকে। তাকে ওড়িশা থেকে আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, খুনের পরে কলকাতাতেই গা-ঢাকা দিয়ে ছিল এই সুপারি কিলার।এইনিয়ে ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।




আরও পড়ুন:ভবানীপুর জোড়া খুনে পরিচিতরা জড়িত বলে অনুমান, দ্রুত ধরা পড়বে আততায়ীরা: ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী



দম্পতি খুনের ঘটনায় প্রথম থেকেই মেঝ জামাইকে সন্দেহ করেছিল পুলিশ। সময় যত এগোচ্ছে, ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। মেঝ জামাই কী এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত? কিন্তু কেন দম্পতিকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্র জানিয়েছে, ভবানীপুরের বাসিন্দা অশোক শাহ মোটা টাকা ধার নিয়েছিলেন, এক পরিচিতের কাছ থেকে। মনে করা হচ্ছে, সেই অর্থ ফেরত দিতে পারেননি অশোক শাহ, আর সেই কারণেই তাঁকে খুন হতে হয়েছে। এছাড়াও ভবানীপুরের ফ্ল্যাট বিক্রি নিয়ে কোনও জটিলতা হয়েছিল কি না এবং এই খুনের পিছনে ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। সুপারি কিলার ছাড়াও এই ঘটনার এক জন মাস্টারমাইন্ড রয়েছে। সে পরিবারেরই পরিচিত বলে সন্দেহ পুলিশের। পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েকদিন আগে দম্পতির বাড়িতে যায় ওই মাস্টার মাইন্ড। সেখানে গিয়ে সে খুনের ছক করে।




পুলিশের অনুমান ওই পেশাদার খুনিদের খুনের বরাত দিয়ে থাকতে পারেন দম্পতির মেজো জামাই।  তদন্তে অনুমান, ওই পেশাদার খুনিদের খুনের বরাত দিয়ে থাকতে পারেন দম্পতির মেজো জামাইয়ের ওই আত্মীয়। ভবানীপুরের নিহত গুজরাতি দম্পতির তিন কন্যা। এই ঘটনায় রাজ্যের বাইরের কয়েক জন জড়িত তদন্তে জানিয়েছে পুলিশ।

spot_img

Related articles

সোমবার ফের চালু হচ্ছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ 

সোমবার থেকে আংশিকভাবে খুলে যাচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ। উচ্চশিক্ষা দফতর, কলেজ পরিচালন সমিতি ও কলেজ কর্তৃপক্ষের...

ডাহা ফেল বিজেপি রাজ্যগুলি! গঙ্গাদূষণ রোধে এগিয়ে বাংলা 

শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় লবডঙ্কা! গঙ্গাদূষণ নিয়ন্ত্রণে বিজেপি-শাসিত যোগীরাজ্য-সহ তিন ডবল ইঞ্জিন রাজ্য ডাহা ফেল।...

আমি বাংলায় বলছি: চালতাবাগানের থিমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদ

উত্তর কলকাতার দুর্গোৎসব মানেই ভাবনার অভিনবতা। এবারে খুঁটিপুজোতেই সেই দৃষ্টান্ত স্থাপন করল চালতাবাগান সার্বজনীন। তাদের ৮১তম বর্ষের পুজোয়...

শুভমন গিলের হাত ধরে বার্মিংহামে ইতিহাস ভারতের

এশিয়ার কোনও অধিনায়ক যা করতে পারেনি, দায়িত্ব নেই সেই কাজটা করে দেখালেন শুভমন গিল (Shubman Gill)। ভারত তো...