বিধানসভা অধিবেশনে সাসপেন্ড শুভেন্দুদের আমন্ত্রণ নয়, কড়া নির্দেশ স্পিকারের

মার্চের ২৮ তারিখ শাসক ও বিরোধী বিধায়কদের বচসা থেকে হাতাহাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন

আগামিকাল, শুক্রবার ফের শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। কিন্তু এই অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একঝাঁক সাসপেন্ড বিধায়ককে যেন অধিবেশনে আমন্ত্রণ না জানানো হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সচিবালয়ের তরফে আগেই
জেলাশাসকদের ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।




আরও পড়ুন: কেন সবাই দল ছাড়ছেন? নাড্ডার সামনেই কেন্দ্রীয় নেতার ধমক খেলেন শুভেন্দু-সুকান্তরা



জানা গিয়েছে, বিধানসভার সচিব এস ভট্টাচার্য তাঁর নির্দেশিকায় জেলা শাসকদের জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলার শাসক-বিরোধী বিধায়কদের ১০ জুনের বিধানসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত অধিবেশনে হাজির থাকার জন্য বার্তা দিতে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গে সাসপেন্ড থাকা বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং নরহরি মাহাতোকে যেন আমন্ত্রণ জানাতে না হয়।






উল্লেখ্য, মার্চের ২৮ তারিখ শাসক ও বিরোধী বিধায়কদের বচসা থেকে হাতাহাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন।

Previous articleকেন সবাই দল ছাড়ছেন? নাড্ডার সামনেই কেন্দ্রীয় নেতার ধমক খেলেন শুভেন্দু-সুকান্তরা
Next articleভবানীপুরে জোড়া খুনকাণ্ড: সুপারি কিলার সহ গ্রেফতার ৩