দলের নেতাদের নিয়ে বেলুড় মঠ ঘুরে দেখলেন জেপি নাড্ডা

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ, বৃহস্পতিবার সকালে বঙ্গ সফরের শেষদিনে বেলুড় মঠে যান নাড্ডা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।

এদিন সকাল ১০টা নাগাদ তিনি বেলুড় মঠে প্রবেশ করেন। এরপর মহারাজদের সঙ্গে একটি গাড়ি করে গোটা মঠ চত্বর ঘুরে দেখেন। পরে বেলুড় মঠের মূল মন্দির দর্শন করে রামকৃষ্ণদেবকে প্রণাম করেন তিনি।

এরপর দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে এক সম্মেলনে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখান থেকে কলামন্দিরে যাবেন নাগরিক সম্মেলনে যোগ দিতে। শহরের বিজেপিপন্থী বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপচারিতা করবেন। সেই অনুষ্ঠান শেষে।সন্ধে ৬টার বিমানে দিল্লি ফিরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

 

Previous articleভবানীপুরে জোড়া খুনকাণ্ড: সুপারি কিলার সহ গ্রেফতার ৩
Next articleপ্রমাণ ছাড়াই ফকিরদের ‘আতঙ্কবাদী’ আখ্যা! জয় শ্রী রাম বলতে বাধ্য করা হল যোগীরাজ্যে