Friday, January 9, 2026

নজরে রাষ্ট্রপতি নির্বাচন: ১৫ জুন মমতার ডাকে দিল্লিতে বিরোধী বৈঠক

Date:

Share post:

দেশের বিরোধী শক্তি একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে হারানো সম্ভব। একথা আগেই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হচ্ছে সকল অবিজেপি শক্তি। আগামী ১৫ জুন বিকেল ৩ টেয় নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে যোগ দিতে ১৫ জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য দেশের ২২ জন অবিজেপি নেতৃত্বকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। যে তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও।

জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের এই হাইভোল্টেজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ডের হেমন্ত সোরেন, পাঞ্জাবের ভগবন্ত মান, কংগ্রেস সভানেত্রি সোনিয়া গান্ধী, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, সিপিআই জেনারেল সেক্রেটারি ডি রাজা, সীতারাম ইয়েচুরি, সপা প্রধান অখিলেশ যাদব, এইচ ডি কুমারস্বামী, এইচ ডি দেবেগৌড়া, ফারুখ আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবির সিং বাদল, পবন চামলিং, এবং কাদের মহিদিন। আর এই বৈঠকেই চুড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম।

প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিয়েছেন। এর আগে দিল্লিতে এসে তিনি রাষ্ট্রপতি ভোটে ঐক‌্যবদ্ধ প্রার্থী দেওয়ার জন‌্য সলতে পাকানোর কাজও শুরু করেছিলেন। ফলে বিরোধী দলগুলিও তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের দিল্লি সফরের দিকে। এদিকে২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। যদিও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে মমতা বন্দ্যোপাধ‌্যায়কেই ভরসা করছেন সবাই। মমতা দিল্লি এলেই তাই বিরোধী জোটের ছবি স্পষ্ট হবে বলে মনে করছে রাজধানীর রাজনৈতিক মহল।


spot_img

Related articles

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...

বাস্তব থেকে একেবারে বিচ্ছিন্ন আপনি! শর্মিলাকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

এবার পথকুকুর মামলায় শর্মিলা ঠাকুরকে কড়া ভাষায় ভর্ৎসনা করলো দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বুধবার থেকে বিচারপতি বিক্রম...

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...