কেন এখনও গ্রেফতার নন নূপুর-নবীন! প্রশ্ন তুলে কড়া আক্রমণ সুখেন্দুশেখরের

পয়গম্বর নিয়ে তাঁদের মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে। অথচ এখনও গ্রেফতার করা হয়নি দুই বিজেপি নেতা-নেত্রী নুপুর শর্মা (Nupur Sharma) ও নবীন জিন্দাল (Nabin Jindal)। প্রথমে সাসপেনশন, তারপর লোক দেখানো এফআরআই (FIR) করেই দায় সেরেছে বিজেপি। কিন্তু কেন এখনও গ্রেফতার করা হল না অভিযুক্ত বিজেপির দুই নেতা-নেত্রীকে? উল্টো তাঁদেরই পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে! শনিবার, এই প্রশ্ন তুলে কড়া আক্রমণ করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Subhendu Shekhar Roy)। শনিবার, তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশের ইতিহাসে টাকার দাম সর্বনিম্ন, পেট্রোল, ডিজেলের দামে বিশ্বে এখন ভারতের স্থান তিন নম্বরে, রান্নার গ্যাসের দামে ভারত এখন দুনিয়ায় এক নম্বরে, বেকারত্ব চরমে, রেলে সমস্ত নিয়োগ বন্ধ, নতুন চাকরি তো দূর, করোনাকালে কাজ হারিয়ে বেকার কয়েক কোটি মানুষ, পরিবেশ রক্ষায় ১৮০টি দেশের মধ্যে মোদির ভারতের জায়গা নীচে। এই অবস্থা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই এভাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে বিজেপি ও তাঁর দলবল।

টিভি বিতর্কে দুই বিজেপি নেতা-নেত্রীর পয়গম্বর নিয়ে অশালীন মন্তব্যের জেরে উত্তপ্ত গোটা দেশ। ঘটনার জেরে আন্তর্জাতিক দুনিয়াতেও চাপে মোদি সরকার। প্রথমে উত্তরপ্রদেশের কানপুর তারপর প্রয়াগরাজে বিক্ষোভ হয়েছে। ঘটনার জেরে গত ৭২ ঘণ্টা ধরে উত্তপ্ত হাওড়ার একাধিক জায়গা। চলছে অবরোধ, বিক্ষোভ। সেই নিয়ে এদিন সুখেন্দুশেখর রায় বলেন, কিছু মানুষ বিক্ষোভ, অবরোধ করছেন। সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন। কিন্তু তার আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার সবাইকে সতর্ক করে দিয়েছেন। কোনও উত্তজেনা বা উস্কানিতে পা দেবেন না। বাংলায় শান্তি আছে, তা বজায় রাখুন। কিন্তু তারপরও বাংলার রাজ্যপাল ও এ রাজ্যের কিছু উঠতি বিজেপি নেতা উত্তেজক কথা বলে যাচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী নির্দেশে ঘটনার পরই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ করা হয়েছে। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে। কারা অশান্তি করছে তাদের চিহ্নিত করা হয়েছে। সেখানে বিজেপি নেতারা এই উত্তেজনায় ইন্ধন জোগাতে রাস্তায় নেমে পড়েছেন। এর আসল কারণ, দেশের আর্থিক অবস্থা থেকে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।

আরও পড়ুন- পার্কসার্কাস গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মানসিক সমস্যা ছিল চোড়ুপ লেপচার!

 

Previous articleIndia Team: পন্থদের অনুশীলন দেখতে মাঠে ভিড় সমর্থকদের, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের
Next articleত্রিপুরায় উপনির্বাচন: দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাচ্ছেন অভিষেক