Saturday, November 29, 2025

‘মিড-ডে মিল নিয়ে রাজ্যে নয়, দিল্লি গিয়ে বলুন’, বিরোধীদের কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

দেশের মধ্যে একমাত্র এ-রাজ্যেই সবচেয়ে সুষ্ঠু ভাবে মিড-ডে মিল প্রকল্প চলছে। স্কুলে নিয়মিত পুষ্টিকর খাবার পাচ্ছে পড়ুয়ারা। এডিবি-র তরফে এই স্বীকৃতি মিললেও এই নিয়ে ভিত্তিহীন সমালোচনা এবং অভিযোগ করছেন এ রাজ্যেরই কিছু বিজেপি নেতা। সোমবার কড়া ভাষায় তাঁরই জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, এখানে কথা না বলে, দিল্লিতে গিয়ে বলুন। রাজ্যের পড়ুয়ারা যাতে আরও একটু পুষ্টিকর খাবার পায় তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি তোলেন শিক্ষামন্ত্রী। রাজ্য বিধানসভার বিরোধী নেতা অভিযোগ করেছিলেন মিড-ডে মিলের টাকার কোনও হিসেব নেই। এরপরই এদিন তাঁকে নিশানা করেন ব্রাত্য। তিনি বলেন, এ রাজ্যে সবচেয়ে সুষ্ঠুভাবে এই প্রকল্প চলছে, এডিবিও একথা স্বীকার করেছে। কিন্তু কিছু বিজেপি নেতা তা বুঝতে পারছেন না। তিনি অভিযোগ করেন, প্রাইমারিতে জনপ্রতি প্রতিদিন কেন্দ্রের বরাদ্দ মাত্র সাড়ে চার টাকা। আর আপার প্রাইমারিতে বরাদ্দ সাড়ে সাত টাকা। এই টাকায় কীভাবে ভালো ও পুষ্টিকর খাবার পাবে বাচ্চাগুলো? প্রশ্ন তোলেন ব্রাত্য।

তিনি বলেন, যাঁরা এখানে এসব বলে বেড়াচ্ছেন তাঁদের উচিত দিল্লি গিয়ে এর জন্য গলা ফাটানো। তিনি আরও বলেন, দেশের অন্য রাজ্যে বছরে ১০ মাস মিড-ডে মিল পায় পড়ুয়ারা। একমাত্র এ-রাজ্যেই ১২ মাস মিড-ডে মিল চালু আছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র কোনও বরাদ্দ বাড়াচ্ছে না। যাঁরা রান্না করেন তাঁদের ভাতাও বাড়ানো হচ্ছে না। দীর্ঘদিন ধরেই তাঁরা সেই মাসিক হাজার টাকা ভাতায় কাজ চালাচ্ছেন। এই অবস্থায় রাজ্য সরকার উদ্যোগ নিয়ে নিজেদের কোষাগার থেকে তাঁদের হাতে বাড়তি পাঁচশো টাকা করে তুলে দিচ্ছে। আর অনলাইনে টাকা দেওয়া নিয়ে বিরোধী নেতাকে নিশানা করে তিনি বলেছেন, অনেক দিন ধরেই মিড-ডে মিলের সব খরচ অনলাইনেই করা হয়। এর জন্য একটি মনিটরিং সেলও রয়েছে। তার মাথায় রয়েছেন জেলাশাসকেরা। তাই টাকা নয়ছয়ের অভিযোগও উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন- রাত পোহালেই ত্রিপুরায় ঐতিহাসিক রোড-শো অভিষেকের, উন্মাদনা তুঙ্গে

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...