Tuesday, August 26, 2025

ফেল করা পরীক্ষার্থীদের পাশ করানোর দাবিতে রাজ্য জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ 

Date:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Examination) ফল প্রকাশিত হয়েছে গত শুক্রবার। এবারে পাশের হার ৮৮ শতাংশেরও বেশি। তাহলে কেন তাঁদের স্কুলের ৩৭ জন পরীক্ষার্থী ফেল করলেন , এই প্রশ্ন তুলে বনগাঁর বাটার মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলের (kumudini school) ৩৭ জন ছাত্রীর। বিক্ষোভের জেরে অবরুদ্ধ যশোর রোড। অন্যদিকে তাহেরপুরে (Taherpur) বিভিন্ন বিষয়ে ফেল করে ৫৭ জন পড়ুয়া পথ অবরোধ করেছে বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে ক্রমশ প্রকট হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভের ছবি।

উত্তর ২৪ পরগণার বনগাঁর (Bangaon) কুমুদিনী স্কুলে চলতি বছরে ২৭৯ জন  উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেছেন। তাঁদের হুমকি, সকলকে পাশ না করালে অনশন করবেন তাঁরা। পাশ করানোর দাবি তুলে আত্মহত্যার (Suicide) হুমকিও দিয়েছেন তাঁরা।অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬৫ জন ছাত্রী অনুত্তীর্ণ হওয়ায় অবরোধ মালবাজার মহকুমার ওদলাবাড়ি ৩১ নাম্বার জাতীয় সড়কেও। নদিয়াতেও(Nadia) একই ছবি। সূত্র বলছে, নদিয়ার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫৩ জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ৫৪ জন। তাঁরা বলছেন এটা অসম্ভব। স্কুলের গাফিলতির দিকে আঙুল তুলছেন তাঁরা। ফেল করা সব ছাত্রীদের পাশ করানোর দাবি তুলে রানাঘাট-আড়ংঘাটা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। রাস্তা অবরোধ করে বীরভূম জেলা জুড়েও চলছে বিক্ষোভ । বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের প্রায় ৩১০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিলেও, ফল প্রকাশের পর দেখা গেছে ২৯০ জন পরীক্ষার্থীই ফেল! পাশ করিয়ে দেবার দাবিতে বিদ্যালয়ের সামনে সাঁইথিয়া – লাভপুর চৌহাট্টা যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরাও।



Related articles

রাজ্য ছাত্র ভোটে বাধাও দেয়নি, হাই কোর্টের শুনানিতে স্পষ্ট অবস্থান জানালেন আইনজীবী কল্যাণ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করাতে চায় রাজ্য সরকার। ছাত্র সংসদের (Student Union) ভোটে কখনও বাধা দেয়নি রাজ্য।...

বনতারায় কতটা সুরক্ষিত পশুরা: জানতে SIT গঠন সুপ্রিম কোর্টের

বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাটের বনতারা (Vantara)। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও...

কীভাবে দুর্নীতিবাজদের সমর্থন করতে হয় মোদিকে দেখে শিখুন! তীব্র কটাক্ষ তৃণমূলের

দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে বাংলায় এসে বড় বড় কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুর্নীতিবাজদের সঙ্গে সর্বক্ষণ...

ট্রাম্পের শুল্কবাণে অস্থিরতা শেয়ার বাজারে! পড়ছে সেনসেক্স-নিফটি

আমেরিকার(USA) ৫০ শতাংশ শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ধরাশায়ী শেয়ার বাজার(Share Market)। দেশের শেয়ার বাজারে ব্যাপক ধস। দুপুর...
Exit mobile version