Sunday, November 23, 2025

ত্রিপুরায় গণতন্ত্র নেই, অপশাসন প্রমাণিত: বিজেপির বিরুদ্ধে তোপ কুণালের

Date:

মঙ্গলবার, ত্রিপুরার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে সোমবার, আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ত্রিপুরায় (Tripura) বিজেপির বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে কুণাল বলেন, দীর্ঘদিন ধরেই বিপ্লব দেবের (Biplab Dev) অপশাসন নিয়ে সরব ছিল তৃণমূল। তিনি যে ব্যর্থ সেটা প্রমাণিত। সেই কারণেই তাঁকে সরিয়ে দিয়েছে গেরুয়া শিবির। এক, বিপ্লব দেবের ব্যর্থতা আর দুই, বিজেপি-র গোষ্ঠী কোন্দল। এই দুইয়ের জেরেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল বলে মত কুণালের।

তৃণমূল মুখপাত্র বলেন, তৃণমূল জমানায় বাংলায় বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী। ত্রিপুরার মানুষেরও সেই অধিকার আছে। যদি, তাঁরা উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে তৃণমূলকে সমর্থন করুন। কটাক্ষ করে কুণাল বলেন, যদি চান পেট্রোপণ্যের দাম বাড়ুক, এলআইসি-সহ বিভিন্ন সংস্থা বেসরকারীকরণ হোক, বেকারত্ব বাড়ুক- তাহলে বিজেপিকে ভোট দিন। আর যদি চান বাংলা-ত্রিপুরা মিলে কেন্দ্রের বিজেপি সরকারের গদি উল্টে দিক- তাহলে তৃণমূলের হাত শক্ত করুন।

ত্রিপুরায় গণতন্ত্র নেই বলেও সরব হন কুণাল ঘোষ। বলেন, বাংলায় গণতন্ত্র আছে বলেই বিজেপি-র সব খবর করে সংবাদ মাধ্যম। এমনকী, বাংলার সমালোচনাও হয়। কিন্তু কোনও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয় না। কিন্তু ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে, সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনা ঘটে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর হয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে৷ সেখানে দাঁড়িয়ে কথা বলা যায়। কিন্তু ত্রিপুরায় বাক্ স্বাধীনতা নেই বলে তীব্র আক্রমণ করেন কুণাল।

নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্য বাংলায় বিক্ষিপ্ত অশান্তি প্রসঙ্গে কুণাল বলেন, পশ্চিমবঙ্গ ভালো আছে। বিষ ঢালছে বিজেপি (BJP)। অশান্তি-গন্ডগোল পাকিয়েছে বিজেপি। বড় সড় সমস্যা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আর এরা নাটক করছে৷ গোষ্ঠীবাজি করে অশান্তিতে ইন্ধন দিচ্ছে। যতটা সম্ভব নিয়ন্ত্রণ করছে বাংলার প্রশাসন। সেই সঙ্গে সিপিআইএম-কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন কুণাল। বলেন, আর বিধানসভায় শূন্য পাওয়ায় অশান্তি ছড়াচ্ছে।

 

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...
Exit mobile version