Sunday, August 24, 2025

ভারতের শেয়ার বাজারে বড়সড় পতন হল। ১৪০০পয়েন্ট পড়ে গিয়েছে সূচক। আমেরিকান ও এশিয়ান স্টকের পতন হয়েছে। জানা গিয়েছে যে এর প্রভাবই পড়েছে দালাল স্ট্রিটে। দেখা যাচ্ছে যে সেনসেক্স নেমে গেছে ৫৩০০০ পয়েন্টের নীচে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৩৫৬ ও নিফটি ৩৭৩ পয়েন্ট কমে গিয়েছে। আজ সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে বিক্রি বাড়ছিল। মনে করা হচ্ছে এর জন্যই সেনসেক্স ও নিফটিতে পতন হয়েছে। বিএসই সেনসেক্স সকালে বাজার খুলতেই পতন হয়। এদিন বাজার ১১০০ পয়েন্টের পতনের হয়ে খোলে। বিক্রি বেড়েই চলেছিল। পতন ১৪৬৫ পয়েন্টে পৌঁছেছিল।

জানা গিয়েছে, সেনসেক্স(sensex) লেনদেন করছে ৫২,৬৮৭ পয়েন্টে। কমে যায় নিফটিও। নিফটিও সকালে ৩০০ পয়েন্ট কমে তবেই বাজার খোলে। এই পতন বৃদ্ধির ফলে নিফটি ৪১৪ পয়েন্ট কমে যায়। লেনদেন করছে ১৫৭৮৬ পয়েন্টে। হাজার পয়েন্টেরও বেশি নেমে গিয়েছে ব্যাঙ্ক নিফটি । আজ সমস্ত সেক্টরাল সূচকের অবস্থা খারাপ। সব গুলিই নামতে নামতে এবং লালে লেনদেন করছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, এফএমসিজি, মেটাল, এনার্জি সেক্টরের । আইটি স্টকগুলিতে সর্বত্র বিক্রি বেড়েই চলেছে। সেনসেক্সের ৩০ টি ৩০ টি স্টকই লালে লেনদেন করছে। অন্যদিকে, নিফটির ৫০ টি স্টক আছে। আজ দেখা যায় যে এগুলির মধ্যে ৪৯টিই রেড মার্কে ট্রেড করছে।দেখা গিয়েছে যে সবুজ চিহ্নের মধ্যে লেনদেন করছে শুধুমাত্র একটি স্টক।

আজ বাজারে পতনের ধারা দেখলে চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। সঙ্গে আজ বাজাজ ফিনসার্ভ ৪.৭৪ শতাংশ নেমেছে। ৪.৪২ শতাংশ বাজাজ ফাইন্যান্স(bajaj finance) নেমে গিয়েছে, ৩.৮২ শতাংশ আইসিআইসিআই ব্যাঙ্ক(icici bank) নেমে গিয়েছে, লারসেন ৩.৭৪ শতাংশ নেমে গিয়েছে, এসবিআইও(sbi) নেমে গিয়েছে ৩.৭২ শতাংশ, এইচডিএফসিরও(hdfc) ব্যাপক পতন হয়েছে। কমেছে ৩.৩৭ শতাংশ। টেক মাহিন্দ্রা ৩.২৬ শতাংশ নেমে গিয়েছে ইনফোসিস । কোটক মাহিন্দ্রা ৩.৭২ শতাংশ নেমেছে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version