Friday, August 22, 2025

ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather Department)। আসবে আসবে এই দোটানা চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে স্পষ্ট করে জানা গেল দিনক্ষণ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার আগমন। শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবেশ করবে মৌসুমী বায়ু। সেইসঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। একই সঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal) প্রবল বৃষ্টির (Rain)সম্ভাবনা। আগামী ৫ দিন উত্তরবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipur Weather Department)।

গতকালের বৃষ্টির পর স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাসফাঁস করা গরমের দিন শেষ করে আসতে চলেছে বর্ষা । আজও বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আজ সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৯.৪ মিলিমিটার। আগামিকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে , তবে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আপাতত নদিয়া, মুর্শিদাবা্‌ বীরভূম সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং পশ্চিমে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে।

আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃষ্টির জেরে পার্বত্য নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে।



Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version