Sunday, May 4, 2025

প্রথমবার হাজিরা এড়ালেও দ্বিতীয়বার হাজিরা দিলেন কয়লা বিধায়ক শওকত মোল্লা। , বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই আধিকারিকরা তাঁকে জেরা করছেন। এর আগেও তাঁকে তলব করা হয়েছিল। কিন্ত একাধিক কর্মসূচি থাকায় তিনি হাজিরা দেননি। সেকথা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে জানিয়েছিলেন টিএমসি বিধায়ক।

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) দ্বিতীয়বারের নোটিসে সিবিআইয়ের (CBI) মুখোমুখি হন ক্যানিং পূর্বের (Canning East) তৃণমূল বিধায়ক (TMC MLA) সওকত মোল্লা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লাকাণ্ডে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অফিসে প্রভাবশালী নেতার সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী আলোচনা হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
বিধায়ক জানিয়েছেন, তার কাছে সিবিআই যা জানতে চেয়েছিলেন তা তিনি জানাতে সক্ষম হয়েছেন। এর পরও যদি সিবিআই তাকে ডাকে অবশ্যই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

প্রায় সাড়ে আটঘন্টা ধরে ম্যারাথন জেরা তৃণমূল বিধায়ককে। নির্দিষ্ট বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা তদন্তকারী সংস্থার।জেরাপর্ব শেষে বেরিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শওকত মোল্লার। প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব তিনি। তবে এদিন সিবিআই দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপি’র নেতৃত্বে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করা হয়।

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version