নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা দিলেন শওকত মোল্লা

নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে হাজিরা দিলেন শওকত মোল্লা। বুধবার নিজাম প্যালেসে পৌঁছে যান ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:রাহুল গান্ধীকে ইডি তলবের প্রতিবাদ, বিক্ষোভে রাজধানীতে সরব কংগ্রেস

গত ২৭ মে নিজাম প্যালেসে শওকত মোল্লাকে তাঁর সম্পত্তির যাবতীয় তথ্য-প্রমাণ, ব্যাঙ্ক-ডিটেলস, আধার-প্যান কার্ড নিয়ে তাঁকে দেখা করতে বলেছিলেন সিবিআই আধিকারিকরা। তবে নোটিস পেলেও গুরুত্বপূর্ণ কাজ থাকায় হাজিরা দিতে পারেননি শওকত মোল্লা। তাই আগের দিন রাতেই ইমেল করে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়ে নেন তিনি। এরপর দ্বিতীয় নোটিস পাঠানো হয়।
নোটিসে সিবিআই-এর তরফে ১৫ জিন হাজিরার কথা বলা হয়। আজ সেই নোটিস মেনে নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান শওকত মোল্লা।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Previous articleত্রিপুরা উপনির্বাচন: অভিষেক ম্যাজিকে চাঙ্গা তৃণমূল, অবাধ ভোট হলে মুখ্যমন্ত্রীর হার নিশ্চিত
Next article১০ বছর পর কলকাতায় পোলিওর জীবাণু, সতর্ক স্বাস্থ্য দফতর