Wednesday, August 27, 2025

রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ দক্ষিণী মহিলা মুখ! তামিলি-র নাম ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

অবিজেপি দলগুলির তরফে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি(Precident) পদপ্রার্থী ঠিক করার বৈঠকের পরের দিনই বিজেপির (BJP) তরফে ওই পদের জন্য দক্ষিণ ভারতের মহিলা প্রার্থীর নাম ভাসানো হল। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সৌন্দরারাজন (Tamili Soudararajan)। রাজনৈতিক মহলের মতে, এক ঢিলে তিন টার্গেট চাইছে পদ্ম শিবির। এক, দক্ষিণ ভারত। দুই, পিছিয়ে পড়া সম্প্রদায়। তিন, মহিলা।

কে এই তামিলি সৌন্দরারাজন?
তামিলি তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল (Governor)। এর আগে তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি ছিলেন তামিলি। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর বাবা ছিলেন কংগ্রেস সাংসদ। স্বামী চিকিৎসক।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিভাজনের রাজনীতি দেশজুড়ে লাগাতার ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া মোদি সরকার। জাতপাতের রাজনীতি ব্যবহার করে বিভাজনের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। পাশাপাশি, দক্ষিণী দলিত মহিলা প্রার্থী দাঁড় করাতে পারলে, ওই ফর্মুলায় বিরোধীদের থেকেও ভোট আদায় করা যাবে। আর এভাবে বিরোধীদের মধ্যেই তৈরি করা যাবে বিভাজন। রাজনীতির এক নয়া চাল গেরুয়া শিবিরের। অর্থাৎ, দক্ষিণী প্রার্থীকে সামনে এনে সমঝোতায় ভাঙন ধরানো। কারণ, ডিএমকে বিরোধী জোটে থাকলেও বিজেপির দক্ষিণী প্রার্থীকেই তারা সমর্থন দিতে বাধ্য হবে বলে মনে করছে তারা। এই পরিস্থিতিতে এখন তামিলি সৌন্দরারাজনকেই বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদ করার দিকে পাল্লা ভারী বলে সূত্রের খবর।

 

 

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...
Exit mobile version