রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ ভেস্তে দিল পুলিশ

এমনিতেই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে কংগ্রেস।যে বিষয় নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি তা শুধুমাত্র নজর কাড়ার জন্য বলে মন্তব্য করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি।

কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথে কংগ্রেস। আজ ১৬ জুন ফের রাজভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখানোর চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। বুধবারই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে শুরু হয় এই শান্তিপূর্ন বিক্ষোভ। রাজভবনের সামনে এই বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের সরিয়ে দেয়।এমনিতেই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে কংগ্রেস।যে বিষয় নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি তা শুধুমাত্র নজর কাড়ার জন্য বলে মন্তব্য করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন- নিয়োগে অনিয়ম, এবার প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি হারালেন সিপিএম নেতার ছেলে
কংগ্রেসের বক্তব্য, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সিবিআই- ইডি কে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। ব্যাঙ্কশাল কোর্টের সামনে থেকে এই মিছিল শুরু হয়। রাজভবনের কাছে আসতেই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Previous articleস্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ-বলরাম-সুভদ্রা, দিন কাটাচ্ছেন নিভৃতবাসে
Next articleদিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন ভবতারিণী মন্দিরে