Wednesday, November 12, 2025

ফের ইডির তলব রাহুলকে, লোকসভার স্পিকারের কাছে পুলিশি জুলুমের অভিযোগ কংগ্রেসের

Date:

ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল ইডি। টানা তিনদিন ধরে মোট ৩০ ঘণ্টা জেরা করার পরে   আগামিকাল, শুক্রবার সকালে রাহুলকে চতুর্থবারের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এদিকে বৃহস্পতিবারই কংগ্রেস সাংসদরা দেখা করেছেন লোকসভার সাংসদ ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে। তাঁদের অভিযোগ রাহুলকে জেরার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করা হচ্ছে। রাহুলের সমর্থনে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গেলে তাদের উপরে পুলিশ যারপরনাই হেনস্থা করছে।  কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, বুধবার পুলিশ কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়েছিল। দলের প্রবীণ নেতৃত্ব, বিধায়ক, সাংসদ ও অফিস কর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে। এক মহিলা সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশকে এমন আচরণ করতে আগে দেখা যায়নি। তিনি আরো অভিযোগ করেছেন, বিজেপি এই ধরনের আচরণ করে বোঝাতে চাইছে ওদের কাজের বিরোধিতা করলেই ফল ভুগতে হবে।  বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাহুলের জিজ্ঞাসাবাদ ঘিরে প্রতিবাদে উত্তাল কংগ্রেস। পাশাপাশি সত্যাগ্রহের পথেও হাঁটছে শতাব্দীপ্রাচীন এই দলটি।  সমর্থকদের দাবি তাঁরা রাহুল এবং সোনিয়ার পাশে সবসময় থাকবেন।

এদিকে  এই আবহেই আগামিকাল ফের রাহুলকে ডেকে পাঠাল ইডি।

 

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version