Monday, August 25, 2025

ফের ইডির তলব রাহুলকে, লোকসভার স্পিকারের কাছে পুলিশি জুলুমের অভিযোগ কংগ্রেসের

Date:

ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করল ইডি। টানা তিনদিন ধরে মোট ৩০ ঘণ্টা জেরা করার পরে   আগামিকাল, শুক্রবার সকালে রাহুলকে চতুর্থবারের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এদিকে বৃহস্পতিবারই কংগ্রেস সাংসদরা দেখা করেছেন লোকসভার সাংসদ ও রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে। তাঁদের অভিযোগ রাহুলকে জেরার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপদস্থ করা হচ্ছে। রাহুলের সমর্থনে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে গেলে তাদের উপরে পুলিশ যারপরনাই হেনস্থা করছে।  কংগ্রেস নেতা শচীন পাইলট জানিয়েছেন, বুধবার পুলিশ কংগ্রেসের সদর দফতরে ঢুকে পড়েছিল। দলের প্রবীণ নেতৃত্ব, বিধায়ক, সাংসদ ও অফিস কর্মীদের উপরে নির্যাতন করা হয়েছে। এক মহিলা সাংসদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশকে এমন আচরণ করতে আগে দেখা যায়নি। তিনি আরো অভিযোগ করেছেন, বিজেপি এই ধরনের আচরণ করে বোঝাতে চাইছে ওদের কাজের বিরোধিতা করলেই ফল ভুগতে হবে।  বৃহস্পতিবারও দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাহুলের জিজ্ঞাসাবাদ ঘিরে প্রতিবাদে উত্তাল কংগ্রেস। পাশাপাশি সত্যাগ্রহের পথেও হাঁটছে শতাব্দীপ্রাচীন এই দলটি।  সমর্থকদের দাবি তাঁরা রাহুল এবং সোনিয়ার পাশে সবসময় থাকবেন।

এদিকে  এই আবহেই আগামিকাল ফের রাহুলকে ডেকে পাঠাল ইডি।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version