Saturday, August 23, 2025

‘সেট’-এ বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়ছে, কী হচ্ছে নয়া সিদ্ধান্ত

Date:

Share post:

বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়ছে ‘সেট’ (SET) পরীক্ষাতে। এবার থেকে বেশিরভাগ বিষয়ের প্রশ্নপত্রই বাংলায় হবে- পরিকল্পনা কলেজ সার্ভিস কমিশনের। কলেজে অধ্যাপনার চাকরির এই পরীক্ষায় প্রশ্নপত্র সাধারণত ইংরেজিতে হয়। তবে, রাজ্যভিত্তিক এই পরীক্ষায় (Examination) এবারে বিশেষ পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন।

গতবছরই ১০ টি বিষয়ের প্রশ্নপত্র হয়েছিল বাংলায় (Bengali)। কমিশন সূত্রে খবর, এবার সংখ্যাটা আরও অনেক বাড়ানো হচ্ছে। কলা বিভাগের সমস্ত বিষয়েরই প্রশ্নপত্র হতে পারে বাংলায়। এর বাইরেও বেশকিছু বিষয়ের প্রশ্নপত্র বাংলায় করার সম্ভাবনা খতিয়ে রয়েছে। যার মধ্যে আছে অ্যানথ্রোপলজি, সোশ্যাল সায়েন্স এবং হোম সায়েন্সের মতো বিষয়ও। ৪০টিরও বেশি বিষয়ে সেট নেওয়া হয়। পরীক্ষায় বাংলা ভাষার গুরুত্ববৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার লক্ষ্যে জরুরিকালীন তৎপরতা শুরু করেছে কমিশন। কারণ, চলতি বছরের শেষে কিংবা সামনের বছরের গোড়াতেই হওয়ার কথা সেট। এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বাংলাভাষার গুরুত্ববৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরীক্ষার্থী থেকে শুরু করে অধ্যাপক এবং শিক্ষাবিদ মহলে। কলেজ সার্ভিস কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, এরফলে শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার চর্চার সুযোগ আরও প্রসারিত হবে। তবে একইসঙ্গে বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তকও বাংলায় লেখা এবং অনুবাদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদরা।


spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...