ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার, ১০৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫১,৪৯৫.৭৯ (⬇️ -১.৯৯%)
🔹নিফটি ১৫,৩৬০.৬০ (⬇️ -২.১১%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লাগাতার ধাক্কা খাচ্ছে বাজার। বৃহস্পতিবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন এক ধাক্কায় ১০৪৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৩৩১ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১০৪৫.৬০ পয়েন্ট বা -১.৯৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৪৯৫.৭৯। এনএসই নিফটি (NSE Nifty) -৩৩১.৫৫ পয়েন্ট বা -২.১১ শতাংশ নেমে হয়েছে ১৫,৩৬০.৬০।


Previous article‘সেট’-এ বাংলা ভাষার গুরুত্ব আরও বাড়ছে, কী হচ্ছে নয়া সিদ্ধান্ত
Next article৭ হাজার কোটি বকেয়া ১০০ দিনের কাজে, গিরিরাজের সঙ্গে বৈঠক তৃণমূল সাংসদদের