Thursday, August 28, 2025

গেহলটের ভাইয়ের বাড়িতে CBI হানা, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেসের

Date:

একদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) ম্যারাথন জেরা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এরই মাঝে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) ভাই অগ্রসেন গেহলটের(Agrasen Gehlot) বাড়িতে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সূত্রের খবর, অশোক গেহলটের অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। যদিও সিবিআইয়ের এই অভিযানকে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে কংগ্রেস(Congress) নেতৃত্ব।

সংবাদমাধ্যম সূত্রের খবর, যোধপুরে অগ্রসেন গেহলটের (Ashok Gehlot Brother) বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। সেই সঙ্গে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এদিন টুইটারে লেখেন, “প্রতিহিংসার রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গত তিন দিন ধরে দিল্লিতে প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। তাঁদের নেতৃত্বের অন্যতম মুখ ছিলেন অশোক গেহলট। সেই জন্যই মোদি সরকার এই পদক্ষেপ করেছে। এই ঘটনায় আমরা চুপ করে থাকব না।”

উল্লেখ্য, সার রপ্তানি মামলায় ইডির নজরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর ভাই। দিল্লিতে ইউপিএ সরকার থাকাকালীন বেআইনিভাবে সার রপ্তানি করার অভিযোগ রয়েছে অগ্রসেন গেহলটের বিরুদ্ধে। অভিযোগ, ২০০৭ ও ২০০৯ সালে বেআইনি ভাবে সার রপ্তানিতে যুক্ত ছিল অগ্রসেনের সংস্থা অনুপম কৃষি। কৃষকদের জন্য বরাদ্দ সার বিদেশে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে ইডি। ভরতুকি দেওয়া সার বিক্রি করার জন্যই অগ্রসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version