Saturday, August 23, 2025

মুক্ত চিন্তার অবাধ আকাশ ‘সৃষ্টি’ (Srishti),সম্পূর্ণ ভাবে মহিলা দ্বারা পরিচালিত এক সংস্থা। বিগত বছরের মত এই বছরেও তাঁদের এক অভিনব কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে ‘সৃষ্টি’র (Srishti)সদস্যরা কলকাতার (Kolkata) প্রিন্সেপ ঘাটে (Princep Ghat) ১৩০ জন মা দুর্গাকে (Durga)প্রকাশ্যে এনেছিলেন। এবার তাঁদের বড় চমক আসতে চলেছে। বিশ্বরেকর্ড (World record) গড়ার লক্ষ্যে এবার ৭৭৭ জন মা দুর্গাকে উপস্থিত করতে চলেছেন ‘সৃষ্টি’র সদস্যরা।

আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, হাতে বাকি তিন মাসের কিছু বেশি সময়। ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা পটুয়া পাড়ায়। তবে মৃন্ময়ী নয়, ‘সৃষ্টি’ নিয়ে আসছে ৭৭৭ জন রক্ত মাংসের দুর্গাকে। মহিলা চালিত গ্রুপ ‘সৃষ্টি’ এবার ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ করার জন্য ৭৭৭ জন “মা দুর্গা” লাইভ মেকআপ এর ইভেন্ট আয়োজন করে চমক দিতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার বিশ্বকর্মা পুজোর পরের দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে চীনের ৩৭৭ জন মডেলের লাইভ মেকআপ এর রেকর্ড ভাঙার প্রয়াস ‘সৃষ্টি’র। ‘লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness World Records)গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনে লাইভ মেক আপ করা হবে ৪০০ জন মডেলের। তাঁদের সাজাবেন ৪০০ জন মেক আপ আর্টিস্ট। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার রেজিস্ট্রেশন ফি মাত্র ২৪৯ টাকা। উদ্যোগতারা বলছেন যাতে কোনও ভাবেই বিষয়টিকে হালকা করে কেউ না নেন, বা বলা জেতে পারে বিশ্বরেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জের গুরুত্ব সকলকে বোঝাতেই এই নূন্যতম টাকা নেওয়া হচ্ছে। আর এর পরিবর্তে আপনি কী পেতে চলেছেন তা ভাবতেও পারবেন না। এই ইভেন্ট থেকে প্রতিটি মডেল এবং মেক আপ আর্টিস্ট ১০০০ টাকা করে পাবেন বলে সৃষ্টি-এর তরফ থেকে জানান হয়েছে। পাশাপাশি মডেল এবং মেক আপ আর্টিস্টদের নাম উঠবে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে মেক আপ শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে রেড রোডে যাবেন মা দুর্গার সাজে সেজে ওঠা মডেল এবং মেক আপ আর্টিস্ট সহ ‘সৃষ্টি’র সদস্যরা। সেই অনুষ্ঠানের নাম রাজপথে মা দুর্গা। এভাবেই কলকাতাকে সারা বাংলার কাছে, বাংলাকে ভারতের কাছে এবং দেশকে বিশ্বের দরবারে তুলে ধরে জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করাই লক্ষ্য।

‘অল ইন্ডিয়া টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন'(All India Technician Association)-এর সহকারী সচিব জয়ন্ত দাশগুপ্ত (Jayanta Dasgupta বলছেন , ইন্ডাস্ট্রির কাছে ও সারা পৃথিবীতে নিজেদের গুরুত্ব প্রকাশ করার জন্য এটা একটা বিশাল সুযোগ। বিশ্বের বুকে নিজের অস্তিত্ব জাহির করতে এবং প্রিয় ‘ দিদি’র কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই কর্মকাণ্ডকে সফল করতে বদ্ধপরিকর ‘সৃষ্টি’।



Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version