Wednesday, December 17, 2025

মহানগরীর বুকে ৭৭৭ জন ‘মা দুর্গা’র লাইভ মেকআপ

Date:

Share post:

মুক্ত চিন্তার অবাধ আকাশ ‘সৃষ্টি’ (Srishti),সম্পূর্ণ ভাবে মহিলা দ্বারা পরিচালিত এক সংস্থা। বিগত বছরের মত এই বছরেও তাঁদের এক অভিনব কর্মকাণ্ড অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে ‘সৃষ্টি’র (Srishti)সদস্যরা কলকাতার (Kolkata) প্রিন্সেপ ঘাটে (Princep Ghat) ১৩০ জন মা দুর্গাকে (Durga)প্রকাশ্যে এনেছিলেন। এবার তাঁদের বড় চমক আসতে চলেছে। বিশ্বরেকর্ড (World record) গড়ার লক্ষ্যে এবার ৭৭৭ জন মা দুর্গাকে উপস্থিত করতে চলেছেন ‘সৃষ্টি’র সদস্যরা।

আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, হাতে বাকি তিন মাসের কিছু বেশি সময়। ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা পটুয়া পাড়ায়। তবে মৃন্ময়ী নয়, ‘সৃষ্টি’ নিয়ে আসছে ৭৭৭ জন রক্ত মাংসের দুর্গাকে। মহিলা চালিত গ্রুপ ‘সৃষ্টি’ এবার ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ করার জন্য ৭৭৭ জন “মা দুর্গা” লাইভ মেকআপ এর ইভেন্ট আয়োজন করে চমক দিতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার বিশ্বকর্মা পুজোর পরের দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মাধ্যমে চীনের ৩৭৭ জন মডেলের লাইভ মেকআপ এর রেকর্ড ভাঙার প্রয়াস ‘সৃষ্টি’র। ‘লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness World Records)গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনে লাইভ মেক আপ করা হবে ৪০০ জন মডেলের। তাঁদের সাজাবেন ৪০০ জন মেক আপ আর্টিস্ট। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার রেজিস্ট্রেশন ফি মাত্র ২৪৯ টাকা। উদ্যোগতারা বলছেন যাতে কোনও ভাবেই বিষয়টিকে হালকা করে কেউ না নেন, বা বলা জেতে পারে বিশ্বরেকর্ড গড়ার কঠিন চ্যালেঞ্জের গুরুত্ব সকলকে বোঝাতেই এই নূন্যতম টাকা নেওয়া হচ্ছে। আর এর পরিবর্তে আপনি কী পেতে চলেছেন তা ভাবতেও পারবেন না। এই ইভেন্ট থেকে প্রতিটি মডেল এবং মেক আপ আর্টিস্ট ১০০০ টাকা করে পাবেন বলে সৃষ্টি-এর তরফ থেকে জানান হয়েছে। পাশাপাশি মডেল এবং মেক আপ আর্টিস্টদের নাম উঠবে ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে মেক আপ শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে রেড রোডে যাবেন মা দুর্গার সাজে সেজে ওঠা মডেল এবং মেক আপ আর্টিস্ট সহ ‘সৃষ্টি’র সদস্যরা। সেই অনুষ্ঠানের নাম রাজপথে মা দুর্গা। এভাবেই কলকাতাকে সারা বাংলার কাছে, বাংলাকে ভারতের কাছে এবং দেশকে বিশ্বের দরবারে তুলে ধরে জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভ করাই লক্ষ্য।

‘অল ইন্ডিয়া টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন'(All India Technician Association)-এর সহকারী সচিব জয়ন্ত দাশগুপ্ত (Jayanta Dasgupta বলছেন , ইন্ডাস্ট্রির কাছে ও সারা পৃথিবীতে নিজেদের গুরুত্ব প্রকাশ করার জন্য এটা একটা বিশাল সুযোগ। বিশ্বের বুকে নিজের অস্তিত্ব জাহির করতে এবং প্রিয় ‘ দিদি’র কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই কর্মকাণ্ডকে সফল করতে বদ্ধপরিকর ‘সৃষ্টি’।



spot_img

Related articles

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...