Friday, August 22, 2025

কেন্দ্রের ধারণা হয়েছিল যে অগ্নিপথ প্রকল্পে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা দু বছর বাড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ নিয়ন্ত্রণ করা যাবে।কিন্তু সেই সিদ্ধান্ত যে কোনও কাজেই আসেনি, শুক্রবারের আন্দোলনে তা স্পষ্ট।

অগ্নিপথ মডেল নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হবে। ২০২২ সালে অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হল। কিন্তু তাতেও বিক্ষোভের ঝাঁজ একটুও কমেনি ।

শুক্রবারও  বিহার থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে রাজস্থান দেশের প্রায় সব প্রান্তেই এই মডেলের প্রতিবাদে জ্বলেছে বিক্ষোভের আগুন। ইতিমধ্যেই অগ্নিপথ বিরোধী বিক্ষোভে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ গুলি চালায়। আর সেই গুলিতেই এক আন্দোলনকারী যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও খবর।

এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে ২০০-টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ টি ট্রেনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।ভাঙচুর করা হয় রেলস্টেশনও।বিভিন্ন জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে।আসলে কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ বাড়ছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরগাঁও-সহ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ফরিদাবাদের বল্লভগড়ে সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version