Thursday, November 6, 2025

টালিগঞ্জে এবার নয়া ‘কলেজ স্ট্রিট’,পরিত্যক্ত ট্রামে বইপাড়া

Date:

কলকাতার(Kolkata) বইপাড়া মানেই একটাই ঠিকানা, কলেজ স্ট্রিট (College Street)। বইয়ের গন্ধ যেন সেখানকার আকাশে বাতাসে মিশে আছে। উত্তর কলকাতার (North Kolkata) বনেদিয়ানার সঙ্গে যেন কীভাবে জুড়ে গেছে বইপাড়ার সংস্কৃতি। মহানগরীকে চিনতে গেলে যেসব জায়গায় ঢুঁ মারতেই হয় তার মধ্যে একটা এই বইপাড়া। কিন্তু বই পড়তে ভালবাসেন সবাই, তাহলে বইপাড়া কেন শুধু উত্তর কলকাতায় থাকবে? এবার শহরের দক্ষিণেও মাথা তুলবে আরেক কলেজ স্ট্রিট। টালিগঞ্জ (Tollygung) ট্রামডিপোয় এই নতুন বইপাড়া গড়ে তোলার পরিকল্পনায় সামিল হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর( Transport department) ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ (Publishers & Booksellers Guild) ।

বই মানুষের অন্যতম প্রিয় এক সঙ্গী। আগেকার দিনে অনুষ্ঠান মানেই ছিল বই উপহার পাওয়ার আনন্দ। বছরে একবার বইমেলা, তাই বারো মাস নিজেদের পছন্দের বই কিনতে ছুটে যাওয়া কলেজ স্ট্রিটে। ডিজিটাল দুনিয়ায় যতই অনলাইন কেনাকাটায় ঝোঁক বাড়ুক, বই পাড়ায় গিয়ে নিজে হাতে ধরে বই কেনার মজাই আলাদা। কিন্তু শুধু উত্তর কলকাতায় কেন বই এর এই সম্ভার? এবার দক্ষিণ কলকাতার মানুষের কাছেও আসছে নয়া কলেজ স্ট্রিট। আর সেটাও আবার কলকাতার ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে ট্রামের কামরায়। অভিনব এই ঘটনার উদ্যোগ রাজ্য পরিবহণ দপ্তর ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড'(Publishers & Booksellers Guild) – এর। জানা যাচ্ছে দূর-দূরান্ত ছড়িয়ে থাকা বইপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে টালিগঞ্জ ট্রামডিপোয় এই নতুন বইপাড়া । প্রাথমিকভাবে ঠিক হয়েছে, পরিত্যক্ত ট্রামের একেকটি কামরায় একেকটি বুক স্টল হবে। মানে একটি ট্রামে দু’টি দোকান থাকছে। প্রথম ধাপে ১০টি ট্রামকে বেছে নেওয়া হয়েছে। শুধু বই কেনাই নয় পাশাপাশি ট্রামের কামরাতেই ক্রেতাদের জন্য তৈরি হবে ক্যাফেটেরিয়া। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে থাকছে সুলভ শৌচালয়ও। যাতে কোনও ভাবেই ক্রেতারা সমস্যায় না পড়েন। সূত্রের খবর আগামী মঙ্গলবার গিল্ডের প্রতিনিধিরা পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে টালিগঞ্জ ট্রাম ডিপো পরিদর্শনে যাবেন। তাঁরা বলছেন পরিত্যক্ত ট্রামেই তৈরি হবে বইয়ের স্টল। তবে শুধু টালিগঞ্জেই নয়, যদি এখানকার বইপাড়া জনপ্রিয় হয়, তবে বেহালা ট্রাম ডিপোতেও একই ভাবে বইয়ের দোকান দেওয়া হবে। বিষয়টি আপাতত প্রাথমিক স্তরে রয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই পুরো ছবিটা পরিস্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।



Related articles

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...
Exit mobile version