সারদার প্রথম মামলা থেকে অভিযোগমুক্ত হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মামলা নিয়ে ভুল তথ্য দেওয়ায় সুজনকে আইনজীবীর নোটিশ পাঠান কুণাল। আর নোটিশ হাতে পেয়েই ফের অবান্তর মন্তব্য সুজনের। সামাজিক মাধ্যমে পালটা সুজনকে আক্রমণ করে চারটি প্রশ্ন তুললেন কুণাল। পড়ুন ফেসবুকে সেই তরজা…

সুজনদা,

আবার মূল প্রশ্ন থেকে সরতে অবান্তর কথা।
ইস্যু ছিল মামলা প্রত্যাহার নয়, মামলা সম্পূর্ণ করে আইনি পথে রেহাই।

তার সঙ্গে বিবৃতির কী সম্পর্ক?
আমি ক্ষোভ জানালেও দলবদল করিনি। এবং আদালতে পুরো প্রক্রিয়া চলছে। এত যদি আগ্রহ, এসে দেখেন না কেন?

আর বয়ান বদল?

1) চোরেদের মন্ত্রিসভায় থাকব না বলে ইস্তফা দিয়ে চলে গিয়েও বুদ্ধবাবুর ফিরে আসা।

2) 1988-তে অন্ধ কংগ্রেস বিরোধিতা থেকে বিজেপির সঙ্গে একমঞ্চে হাত মেলানো এবং পরে বিপ্লব।

3) এতকাল কংগ্রেসের বিরোধিতা করে এখন অস্তিত্ব বাঁচাতে কংগ্রেসের সঙ্গে জোট।


4) গণশক্তি ও ডায়ালে চিটফান্ডের ঢালাও টাকা নিয়ে এখন সাধুসাজা।

তালিকা দীর্ঘ।

মূল বিষয়, গতপরশু আপনি ভুল বলেছেন। কোর্টের রায় নিয়ে ভুলভাল ইচ্ছেমত বলতে পারেন না।

এখন কথা ঘোরাতে বিবৃতিপ্রসঙ্গ টানা হাস্যকর।
