Mumbai Ranji Trophy: যশস্বী’র ব‍্যাটে ভর করে রঞ্জিট্রফির ফাইনালে মুম্বই

দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী। ২২ জুন রঞ্জিট্রফির ফাইনাল। ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই।

গত পাঁচ বছরের খরা কাটালো মুম্বই (Mumbai)। রঞ্জিট্রফির (RanjiTrophy) সেমিফাইনালে উত্তরপ্রদেশের (UttarPradesh) বিরুদ্ধে প্রথম ইনিংস লিড নেওয়ায় সুবাদে ফাইনালে উঠল পৃথ্বী শা’-এর দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। যশস্বী জসওয়ালের দুই ইনিংসে শতরান এবং আরমন জাফরের দরুন্ত ব‍্যাটিং-এ ভর করে ফাইনালে উঠল পৃথ্বী শা’রা।

রঞ্জির সেমিফাইনালে উত্তরপ্রদেশকে দাঁড়াতে দেয়নি মুম্বই। ব্যাটিং, বোলিং সব বিভাগে উত্তরপ্রদেশকে টেক্কা দেয় পৃথ্বীরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯৩ রান করে মুম্বই। অধিনায়ক পৃথ্বী শূন্য রানে ফিরলেও শতরান করেন অপর ওপেনার যশস্বী ও উইকেটরক্ষক হার্দিক তামোরে। অর্ধশতরান করেন শামস মুলানি। জবাবে ব‍্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস। যার ফলে প্রথম ইনিংসে ২১৩ রানের লিড পায় মুম্বই।

২১৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকেও মুম্বই উত্তরপ্রদেশকে ফলো-অন করায়নি। পরিবর্তে নিজেরাই ব‍্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে হারিয়ে ৫৩৩ রান তোলার পরে ম্যাচ ড্র হয়ে যায়। মুম্বইয়ের হাতে তখন লিড ছিল ৭৪৬ রানের। দ্বিতীয় ইনিংসে পৃথ্বী করেন ৬৪ রান। যশস্বী জসওয়াল করেন ১৮১ রান। আরমান জাফর করেন ১২৭ রান। সরফরাজ খান ৫৯ রানে থাকেন অপরাজিত। শামস মুলানি অপরাজিত ৫১ রান করেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী।

২২ জুন রঞ্জিট্রফির ফাইনাল। ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই।

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ড পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন বিরাট-বুমরাহরা

 

 

Previous articleহিংসার জের, বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলের
Next articleভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, বর্ষা এখনই জোরালো নয় দক্ষিণে