Wednesday, November 12, 2025

অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় জেরবার, বিক্ষোভ থামাতে একের পর এক ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

পরপর চারদিন টানা বিক্ষোভ। অগ্নিপথের প্রতিবাদ যেন থামতেই চায় না।এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের ক্ষোভ প্রশমনে একাধিক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের অধীনে চাকরির প্রতিশ্রুতি যেমন থাকছে, তেমনই থাকছে বেশ কিছু সুযোগ সুবিধা৷


আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রীর, স্থগিতের আর্জি বিজয়নের


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছেন , চার বছর যাঁরা অগ্নিবীর হিসেবে অগ্নিপথ প্রকল্পে সেনায় চাকরি করবেন, তাঁদের জন্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) এবং অসম রাইফেলস-এ দশ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে৷ পাশাপাশি, সিএপিএফ এবং অসম রাইফেলস-এ চাকরিতে যোগদানের বয়সের ঊর্ধ্বসীমাও তিন বছর বাড়ানো হবে৷ প্রথম ব্যাচে যে অগ্নিবীররা চার বছর চাকরি করবেন, তাঁরা সিএপিএফ এবং অসম রাইফেলস-এ চাকরিতে যোগদানের বয়সের ক্ষেত্রে আরও পাঁচ বছর ছাড় পাবেন৷


কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই উত্তাল দেশের ১৩টি রাজ্য। শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি।তাই বিক্ষোভ থামাতে তৎপর কেন্দ্র। তিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গেও ইতিমধ্যে বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তার পর যোগ্য অগ্নিবীরদের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, সেনাবাহিনীর বিভিন্ন পদ, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে অসামরিক পদ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ১৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় দশ শতাংশ চাকরি সংরক্ষণের ঘোষণা করেন তিনি।


এ ছাড়াও দশম শ্রেণির পরীক্ষা দিয়ে যাঁরা অগ্নিপথ প্রকল্পে সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন, তাঁদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে একটি বিশেষ কোর্স চালু করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং৷ যা শুধুমাত্র সময়োপযোগীই নয়, প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত৷ এর ফলে চার বছরের চাকরি করতে করতেই দ্বাদশ শ্রেণির সমতুল শংসাপত্র পাবেন অগ্নিবীররা৷ যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার জন্য কাজে লাগবে৷এছাড়াও ডিগ্রি কোর্সের সুযোগের কথা ঘোষণা করা হয়েছে। অগ্নিবীরদের যোগ্যতা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি যাতে চাকরির ব্যবস্থা করে, তা নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সচিব৷

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...