মাঝ আকাশে বিমানে আগুন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

স্পাইসজেটের (SpiceJet) দিল্লিগামী বিমানে মাঝ আকাশে আগুন। বিমানটি পাটনা থেকে দিল্লি (Delhi) যাচ্ছিল। পাইলটের তৎপরতায় পাটনায় জরুরি অবতরণের করে বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক সূত্রে খবর।

রবিবার, সকালে ১৮৫ জন যাত্রী ও নিয়ে স্পাইসজেটের বিমানটি দিল্লির দিকে রওনা দেয়। বিমানবন্দর (Airport) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মাঝ আকাশে বিমানের বাঁদিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলোযোগে আগুন ধরে যায়। পাইলট বাঁদিকের ইঞ্জিন বন্ধ করে পাটনা এটিসির (ATC) সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণের অনুমতি দিলে বিমান ঘুরিয়ে পাটনার দিকে রওনা দেন পাইলট। ঘটনায় আতঙ্ক তৈরি হয়। বিমানটি কম উচ্চতায় থাকায় পাইলট দ্রুত বিমানবন্দরে ফিরিয়ে আনেন। রক্ষা পান শতাধিক যাত্রী। জেলাশাসক চন্দ্রশেখর সিং জানান, টেক অফের পর স্থানীয়রাই মাঝ আকাশে বিমান থেকে ধোঁয়া বেরতে দেখেন। তারাই স্থানীয় প্রশাসন এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে খবর দেন। যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Previous articleঅসমে বন্যা পরিস্থিতির অবনতি, পাশে থাকার আশ্বাস মোদির
Next articleKK Program: কলেজ ফেস্টের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ সৌগত রায়