Neeraj Chopra: ফের সোনা জয় নীরজের

শনিবার নীরাজ ৮৬.৬৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন। বলা বাহুল্য, এটিই ছিল অলিম্পিক্সের পর নীরাজের প্রথম সোনার পদক জয়।

ফের সোনা জয় নীরজ চোপড়ার (Neeraj Chopra)। শনিবার ফিনল্যান্ডের কুয়োর্তান গেমসে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনার পদক জিতলেন নীরাজ। নীরজ জ‍্যাভলিন থ্রো করেছেন ৮৬.৬৯ মিটার দূরে। টোকিও অলিম্পিক্সের পর ফের সোনার পদক নীরজের ঝুলিতে।

শনিবার নীরাজ ৮৬.৬৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন। বলা বাহুল্য, এটিই ছিল অলিম্পিক্সের পর নীরাজের প্রথম সোনার পদক জয়। তিনি হারিয়েছেন ২০১২ অলিম্পিক চ্যাম্পিয়ন কেশর্ন ওয়ালকট ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন পিটারসকে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ ও টোবাগোর ওয়ালকট ছুঁড়েছেন ৮৬.৬৪ মিটার। এবং তৃতীয় স্থানাধিকারী গ্রেনাডার পিটারস ছুঁড়েছেন ৮৪.৭৫ মিটার।

তিন দিন আগে জাতীয় রেকর্ড করেছিলেন নীরজ। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি নীরজের। শনিবার ফিনল্যান্ডে এবার সেই আক্ষেপ মিটল। সোনা জিতলেন নীরজ।

আরও পড়ুন:Igor Stimac: বিস্ফোরক স্টিমাচ, আইপিএলকে একহাত নিলেন সুনীলদের হেডস‍্যার

 

 

Previous articleপ্রেমের জালে ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি পাচার পাকিস্তানে
Next articleসোমবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে , কমবে উত্তরে