শিক্ষা, শিল্পের পর এবার বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে দেশের সেরা বাংলা। স্কচ অ্যাওয়ার্ড আবারও বাংলার ঝুলিতে। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০১১’ অনুযায়ী শীর্ষ স্থান দখল করল পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ বিভাগ।

আরও পড়ুন:মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, উদ্ধার ১৪

এর আগেও একাধিক ক্ষেত্রে SKOCH সম্মান জিতেছে বাংলা। শনিবারই একটি পুরস্কার পরিবহন দফতরকে একটি পুরস্কার তুলে দেওয়া হয়। পরিবহন দফতরও প্রশংসনীয় কাজের জন্য এই সম্মান পেয়েছে। শনিবার দিল্লিতে পরিবহন দফতরের সচিব রাজেশ কুমার সিনহার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। পাশপাশি বন ও পরিবেশ দফতর সংক্রান্ত বিভাগেও সেরার সম্মান বাংলাই পেয়েছে বলে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০২০ ও ২০২১ সালে কোভিড মোকাবিলা এবং জন পরিষেবায় প্রশংসনীয় কাজের জন্য বাংলার ঝুলিতে এসেছিল একের পর এক ‘স্কচ’ অ্যাওয়ার্ড। শুধু তাইই নয়, করোনা কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভাল কাজ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছিল। ফের আরও একটা পুরস্কার পেয়ে বাংলা প্রমাণ করল দেশের শীর্ষে বঙ্গ।