Friday, December 19, 2025

Tripura: 23 তারিখের উপনির্বাচনেই 23-এর বিধানসভা জয়ের খুঁটিপুজো: অভিষেক

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, সুরমা

আগামী 23 তারিখ ত্রিপুরায় (Tripura) 4 কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু এই উপনির্বাচনে জয়ের মধ্যে দিয়েই আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচনের খুঁটিপুজো করতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার, ত্রিপুরার সুরমায় নির্বাচনী জনসভায় এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেন, “23 তারিখ ভোট দিয়ে আগামী 2023 ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত করুন”।

ত্রিপুরার বিজেপি (BJP) সরকারকে তুলোধনা করেন অভিষেক। বলেন, ডবল ইঞ্জিন সরকারের নামে ত্রিপুরায় ডবল চুরি করছে বিজেপি। ডবল ইঞ্জিন সরকার মানে- দিল্লিতেও চুরি আর ত্রিপুরাতেও চুরি। ত্রিপুরার স্বাস্থ্য-শিক্ষার অবস্থা বেহাল, গণতন্ত্র ভূলুণ্ঠিত। বিজেপি ক্ষমতায় থাকলে দিল্লি (Delhi) থেকে রিমোট কন্ট্রোলে রাজ্য চালানো হয়। ত্রিপুরা কেন দিল্লি চালিত করবে? ভূমিপুত্ররাই ত্রিপুরা চালাবে।

বিগত বাম এবং কংগ্রেস জমানাকেও এক তিরে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মতে, ত্রিপুরায় কংগ্রেস-সিপিএম (Congress-BJP) ক্ষমতায় ছিল। তারা কোনও কাজ করেনি। সারা দেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ব্যক্তি যিনি চোখে চোখ রেখে লড়াই করছেন। সেই কারণে বিজেপি বিরোধী যাঁরা, তাঁরা সিপিএম-কংগ্রেসকে ভোট দেবেন না। ওদের ভোট দিলে ভোট নষ্ট হবে। অভিষেকের অভিযোগ, বিজেপি বিরোধিতা করলেই ইডি-সিবিআই (ED-CBI) দিয়ে ভয় দেখানো হচ্ছে। তবে, তৃণমূলকে ধমকে-চমকে লাভ হবে না বলে ফের জানান অভিষেক। “বিজেপি হল ভাইরাস, আর ভ্যাকসিনের নাম হল তৃণমূল কংগ্রেস”।

অভিষেক প্রশ্ন তোলেন, বাংলায় যেসব উন্নয়নমূলক প্রকল্প আছে ত্রিপুরা কেন তার সুবিধা পাবে না? বাংলায় কন্যাশ্রী-যুবশ্রী-স্বাস্থ্যসাথী-স্টুডেন্ট ক্রেডিট কার্ড-সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ পান রাজ্যবাসী। ত্রিপুরায় তৃণমূল ক্ষমতায় এলে সেই সব সুবিধা সে রাজ্যের মানুষ পাবে। অভিষেক বলেন, তৃণমূল যে প্রতিশ্রুতি দেয়, তা পালন করে। আর বিজেপি জুমলা করে। 15 লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি করেছিল মোদি সরকার। অথচ এখন পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সংকটে ফেলেছে। অভিষেকের দাবি, বাংলায় গো-হারা হেরে পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমাতে বাধ্য হয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ত্রিপুরাতে হারলে দাম আরও কমাবে।

 

spot_img

Related articles

UAE-র পথে হাঁটল সৌদি আরব: ৫৬ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠাল সৌদি আরব

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) কিছুদিন আগেই পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ভিক্ষাবৃত্তি এবং অসামাজিক কাজের জন্য এবার...

পর পর দুটি দুর্ঘটনায় বাঁকুড়ার মৃত ১, দফায় দফায় উত্তেজনা

  পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া। বাঁকুড়ার(Bankurah) বিষ্ণুপুরে (Bishnupur)চলন্ত বাইকে ধাক্কা মেরে উল্টে গেল বালিবর্তি ডাম্পার...

পদ্মাপাড়ে বাংলা সংস্কৃতির উপর আক্রমণ, নিন্দায় সরব পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা

অগ্নিগর্ভ বাংলাদেশের (Bangladesh) উত্তেজনার পরিস্থিতিতে একের পর এক সংবাদমাধ্যমের অফিস ভাঙচুরের খবরের পাশাপাশি ধানমান্ডিতে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র...

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...