Sunday, November 16, 2025

অবিরাম বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি উত্তরে, ভাঙল ব্রিজ, দক্ষিণেও হালকা বৃষ্টির পূর্বাভাস

Date:

প্রবল বর্ষণে বানভাসি অবস্থা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। তবে উত্তরের তুলনায় বৃষ্টির দাপট কম দক্ষিণবঙ্গে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়।


আরও পড়ুন:অগ্নিপথ : ভুয়ো খবর ছড়ানোয় বন্ধ ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ , ধৃত ১০


এদিকে অবিরাম বৃষ্টিপাতের জেরে বানভাসি পরিস্থিতি উত্তরবঙ্গে। এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে ২৩৮৩.৪৬ কিউসেক জল ছাড়ায় নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দফতর। পাশপাশি নদীর সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সঙ্কেত। অন্যদিকে মহানন্দা সহ বালাসন নদীতেও আনেকটাই জলস্ফীতি হয়েছিল। ফলে শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর পাশে তৈরি রাস্তা ও হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। কয়েকদিন আগেই ওই ব্রিজের অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রশাসনের তরফে রাস্তাটি মেরামত করে আবারও যান চলাচলের উপযোগী করে তোলা হয়। কিন্তু, ফের রবিবার রাতের ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের তোড়ে ভেসে যায়।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে। শিলিগুড়ির সেবকের ১০ নম্বর জাতীয় সড়কে আজ ধস নামে।


দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে । সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি।  দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া এই চার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version