Saturday, January 10, 2026

সংকট চরমে, স্কুল-কলেজ অফিস বন্ধের সিদ্ধান্ত শ্রীলঙ্কায়

Date:

Share post:

চরম অর্থনৈতিক সংকটের(economical crisis) মধ্যে প্রতিবেশী দেশ শ্রীলংকা(Sri Lanka)। এবার পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠলো যে সেখানকার সমস্ত স্কুল-কলেজ অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার। কারণ হিসেবে সরকারি সূত্রে জানা গিয়েছে দেশে জ্বালানি তেলের অভাব এতটাই গুরুতর আকার নিয়েছে যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। পাওয়া যাচ্ছে না যানবাহন চলাচলের মতো প্রয়োজনীয় তেল। এই পরিস্থিতিতে বিদ্যুতের খরচ(electricity cost) বাঁচাতে সমস্ত সরকারি অফিস ও শিক্ষা কেন্দ্র আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ সোমবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। স্কুল-কলেজ গুলিকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি মুদ্রা ভয়াবহভাবে কমে যাওয়ার ফলে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা সরকার। যার ফলে দিনে প্রায় ১৩ ঘণ্টা লোডশেডিং চলছে। ‌ পেট্রলপাম্পে লম্বা লাইন দিয়েও মিলছে না তেল। ‌ যা যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি করেছে। তার জেরেই শ্রীলংকার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “দেশে পর্যাপ্ত জ্বালানি নেই। তাই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। নিজেদের গাড়ি থাকলেও তা নিয়ে রাস্তায় বেরনো যাচ্ছে না। সেই কারণেই খুব কম সংখ্যক কর্মচারীকে নিয়ে অফিস চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।” একইসঙ্গে দেশের শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দিনের অধিকাংশ সময়েই বিদ্যুৎ থাকছে না। সেই কারণেই আপাতত স্কুল বন্ধ থাকবে।বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চলবে। তবে ছুটি নেই চিকিৎসাকেন্দ্রগুলির কর্মচারীদের। অফিসে এসেই তাঁদের কাজ করতে হবে।

এছাড়াও শ্রীলঙ্কা সরকারের তরফে ইতিমধ্যেই শুক্রবার করে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের। সরকারি কর্মচারীদের কৃষিক্ষেত্রে গিয়ে কাজ করতে বলা হয়েছে কারণ অদূর ভবিষ্যতে খাদ্য সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী তিন মাসের জন্য এই নিয়ম কার্যকর করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।


spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...