ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ৭০৯ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫১,৮২২.৫৩ (⬇️ -১.৩৫%)
🔹নিফটি ১৫,৪১৩.৩০ (⬇️ -১.৪৪%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লাগাতার ধাক্কা খাচ্ছে বাজার। বুধবার ফের নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন এক ধাক্কায় ৭০৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২২৫ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৭০৯.৫৪ পয়েন্ট বা -১.৩৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৮২২.৫৩। এনএসই নিফটি (NSE Nifty) -২২৫.৫০ পয়েন্ট বা -১.৪৪ শতাংশ নেমে হয়েছে ১৫,৪১৩.৩০।


Previous articleস্বামী ও দুই সন্তানের মৃত্যুশোক! রাজনীতিতে সাফল্যের সিড়ি বেয়ে রাষ্ট্রপতির লড়াইয়ে দ্রৌপদী
Next articleসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে মানসিক চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইল স্বাস্থ্য দফতর