Wednesday, August 27, 2025

প্রায় একমাস আগের ঘটনা। ভাঙড় (Bhangar) থানা অঞ্চলে মহিলার সঙ্গে কুরুচিকর ব্যবহারের অভিযোগ ওঠে রফিকুল মোল্লা (Rafikul Molla) ওরফে ভুটান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাগে আনতে পারা যাচ্ছিল না। বুধবার, সকাল ৯টা ৫০নাগাদ বাসন্তী হাইওয়ে (Highway) ধরে পালানোর পথে তাকে আটক করে তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Guard) পুলিশ। যদিও, নিজের পরিচয় গোপন করার চেষ্টা করে অভিযুক্ত। সন্দেহ হওয়ায়, ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী সন্দেহভাজনের ছবি তুলে পাঠান ভাঙড় থানায়। সেখান থেকেই জানানো হয়, এই সেই গুণধরই রফিকুল। সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। সেখান থেকে ভাঙড় থানার পুলিশ অভিযুক্তকে নিয়ে যায়।

গত মাসের ২৯ তারিখ ভাঙড় থানা অঞ্চলে এক মহিলার সঙ্গে কুর্কীতি করার জন্য রফিকুল মোল্লার বিরুদ্ধে আইপিসি 342/376D ধারায় অভিযোগ দায়ের হয়। কিন্তু তারপর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত। এদিন, গোপন সূত্রে খবর আসে সৌভিক চক্রবর্তীর কাছে। তিনি জানতে পারেন, সায়ান্স সিটি-র কাছে গাড়ি বদল করে শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেন ধরে রাজ্য ছাড়ার পরিকল্পনা করেছে ভুটান। সেই মতো, পরমা আইল্যান্ড অঞ্চলে নজরদারি ও নাকা চেকিং জোরদার করা হয়। জালে পড়ে অভিযুক্ত। প্রথমে ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে রফিকুল। পুলিশের সন্দেহ হওয়ায় ওসি সৌভিককে জানানো হয়। তাঁর তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত। একবার রাজ্য ছেড়ে চলে গেলে রফিকুলকে ধরা কঠিন হত।



Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version