আরও সঙ্কটে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার,  আক্রান্ত সেপ্টিসিমিয়ায়

প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক ৷ তাঁর চেতনার মাত্রা ক্রমশ কমছে। বাড়ছে আচ্ছন্নভাব। ধরা পড়েছে সেপ্টিসেমিয়া। এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এমনিতেই  দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত তরুণবাবু। সঙ্গে হাই ডায়াবেটিসও রয়েছে।  ৯২ বছর বয়স হয়েছে তরুণ বাবুর। ফলে বয়সজনিত একাধিক রোগে আক্রান্ত এই পরিচালক। নতুন করে শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তরুণ মজুমদারের ৷ সেটাই রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। করোনা পরীক্ষা হয়েছে। কিন্তু এখনো করোনা রিপোর্ট এসে পৌঁছয়নি।

তরুণ মুজমদারের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে ৷ মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ এবং চেস্ট মেডিসিনের সোমনাথ কুন্ডু-র তত্ত্বাবধানে রয়েছেন ৷  এর মধ্যে রয়েছেন চেস্ট মেডিসিনের চিকিৎসক  ডা: সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক ডা: সৌমিত্র ঘোষ, নেফ্রোলজিস্ট ডা: অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট  ডা: সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক ডা: বিমান রায়।

 

Previous articleগরমে বিয়ার বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের
Next articleনবান্নে মমতার সঙ্গে বৈঠক শোভনের, বৈশাখী বললেন অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে