গরমে বিয়ার বিক্রি করে রেকর্ড আয় রাজ্যের

আবগারি দফতর সূত্রে খবর গত দু'মাসে প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর।গড়ে হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা।

গরম যত বাড়ছে এক ধাক্কায় হু হু করে চাহিদা বেড়েছে বিয়ারের। তীব্র গরমের মাস গুলিতে বিয়ার বিক্রি করে রাজ্য রেকর্ড আয় করল।আবগারি দফতর সূত্রে খবর গত দু’মাসে প্রায় ৪৫ লক্ষ কেস বিয়ার বিক্রি করেছে আবগারি দফতর।গড়ে হিসাব ধরলে যা হবে প্রায় ৬৫০ কোটি টাকা।এত পরিমান বিক্রি অন্তত সাম্প্রতিক সময়ে হয়নি বলে দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা।

আরও পড়ুনঃ সুখবর, আমের সুবাসে ম-ম করতে চলেছে কলকাতা

এবারের বিয়ার বিক্রি গতবারের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা। তবে সরবরাহে মে সঙ্কট দেখা দিয়েছিল মে মাসের শেষ দিক থেকেই বিয়ার সরবরাহ স্বাভাবিক হয়ে গিয়েছে এই মরশুমে। এমনটাই জানিয়েছেন আবগারি দফতরের আধিকারিকরা। এই বিয়ার বিক্রি সরকারি কোষাগারে বিপুল পরিমাণ অর্থ এনে দিয়েছে।

 

Previous articleসসের বোতলে ভর্তি পোকা, তদন্তে পুলিশ
Next articleআরও সঙ্কটে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার,  আক্রান্ত সেপ্টিসিমিয়ায়