Sunday, November 2, 2025

ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলতে এবার রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতাদের “চিন্তন বৈঠক”

Date:

এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বাংলায় রাজ্য নেতাদের দল ও সংগঠন পরিচালনায় অপরিণত মনোভাব এবং অপদার্থতা নিয়ে দিল্লিতে শীর্ষ নেতার কাছে বারেবারে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। এবার গেরুয়া শিবিরের অন্দরে নিজেদের গুরুত্ব বাড়াতে শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চলেছেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের একাংশ।

জানা গিয়েছে আগামী জুলাইয়ের শেষের দিকে একজোট হয়ে একটি “চিন্তন বৈঠক” করতে চলেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার। এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও থাকবেন প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, উদ্বাস্তু শাখার প্রাক্তন আহ্বায়ক মোহিত রায়, রাজ্য বিজেপির নীতি-গবেষণা শাখার ইনচার্জ অম্বুজ মোহান্তি, সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমান। বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রায় একমাস আগে থেকে এই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্রোহী নেতারা। বিভিন্ন জেলা ও মণ্ডলের বিক্ষুব্ধ নেতাদের একছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলার ব্লু-প্রিন্টও তৈরি হচ্ছে।

আরও পড়ুন- এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা এবং তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জানা যাচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেন সরেজমিনে তার বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি হল না, সেই বিষয়টি উঠে আসতে পারে। নির্বাচনের পর থেকে কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু নেতারা ঘরে ঢুকে বসে আছেন। এবং সর্বোপরি বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো আলোচিত হবে।

 

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version