Saturday, August 23, 2025

ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলতে এবার রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতাদের “চিন্তন বৈঠক”

Date:

এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বাংলায় রাজ্য নেতাদের দল ও সংগঠন পরিচালনায় অপরিণত মনোভাব এবং অপদার্থতা নিয়ে দিল্লিতে শীর্ষ নেতার কাছে বারেবারে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। এবার গেরুয়া শিবিরের অন্দরে নিজেদের গুরুত্ব বাড়াতে শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চলেছেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের একাংশ।

জানা গিয়েছে আগামী জুলাইয়ের শেষের দিকে একজোট হয়ে একটি “চিন্তন বৈঠক” করতে চলেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার। এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও থাকবেন প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, উদ্বাস্তু শাখার প্রাক্তন আহ্বায়ক মোহিত রায়, রাজ্য বিজেপির নীতি-গবেষণা শাখার ইনচার্জ অম্বুজ মোহান্তি, সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমান। বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রায় একমাস আগে থেকে এই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্রোহী নেতারা। বিভিন্ন জেলা ও মণ্ডলের বিক্ষুব্ধ নেতাদের একছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলার ব্লু-প্রিন্টও তৈরি হচ্ছে।

আরও পড়ুন- এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা এবং তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জানা যাচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেন সরেজমিনে তার বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি হল না, সেই বিষয়টি উঠে আসতে পারে। নির্বাচনের পর থেকে কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু নেতারা ঘরে ঢুকে বসে আছেন। এবং সর্বোপরি বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো আলোচিত হবে।

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version