Saturday, May 3, 2025

ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলতে এবার রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতাদের “চিন্তন বৈঠক”

Date:

এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বাংলায় রাজ্য নেতাদের দল ও সংগঠন পরিচালনায় অপরিণত মনোভাব এবং অপদার্থতা নিয়ে দিল্লিতে শীর্ষ নেতার কাছে বারেবারে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। এবার গেরুয়া শিবিরের অন্দরে নিজেদের গুরুত্ব বাড়াতে শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চলেছেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের একাংশ।

জানা গিয়েছে আগামী জুলাইয়ের শেষের দিকে একজোট হয়ে একটি “চিন্তন বৈঠক” করতে চলেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার। এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও থাকবেন প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, উদ্বাস্তু শাখার প্রাক্তন আহ্বায়ক মোহিত রায়, রাজ্য বিজেপির নীতি-গবেষণা শাখার ইনচার্জ অম্বুজ মোহান্তি, সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমান। বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রায় একমাস আগে থেকে এই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্রোহী নেতারা। বিভিন্ন জেলা ও মণ্ডলের বিক্ষুব্ধ নেতাদের একছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলার ব্লু-প্রিন্টও তৈরি হচ্ছে।

আরও পড়ুন- এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা এবং তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জানা যাচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেন সরেজমিনে তার বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি হল না, সেই বিষয়টি উঠে আসতে পারে। নির্বাচনের পর থেকে কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু নেতারা ঘরে ঢুকে বসে আছেন। এবং সর্বোপরি বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো আলোচিত হবে।

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version