Friday, November 14, 2025

মোদি ফের প্রধানমন্ত্রী হলে কর্ণাটক ভেঙে হবে দুই রাজ্য: বার্তা বিজেপি মন্ত্রী উমেশের

Date:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি(Narendra Modi) ফের প্রধানমন্ত্রী(Prime Minister) হলে কর্ণাটক রাজ্যকে ভেঙে দুটি রাজ্য গড়া হবে। বিজেপি শাসিত কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টির(Umesh Katti) এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও এখানেই থামেননি ওই মন্ত্রী। তাঁর আরও দাবি, আলোচনা চলছে দেশে মোট ৫০ টি রাজ্য করার। এক্ষেত্রে উদাহরণ স্বরূপ তিনি বলেন, কর্ণাটক(Karnataka) ও মহারাষ্ট্রকে দুটি করে রাজ্যে ভাঙা হবে এবং উত্তরপ্রদেশকে ভাঙা হবে ৪টি রাজ্যে।

কর্ণাটকের খাদ্য ও খাদ্য সরবরাহকরণ মন্ত্রী উমেশ কাট্টি এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এটা আমাদের দলের অবস্থান নয়, তবে এটা এবার অবশ্যই হওয়া উচিত। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করি। আসন্ন ২০২৪ সালের নির্বাচনের পরে, প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় ফিরবেন। আর তখনই মহারাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হবে, কর্ণাটককেও দুই ভাগে ভাগ করা হবে এবং উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করা হবে। মোট ৫০টি রাজ্য গঠনের জন্য আলোচনা চলছে। এই তালিকায় উত্তর কন্নড় আলাদা রাজ্য হওয়া উচিত”। উমেশ কাট্টির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার ধারণ করেছে।

শুধু তাই নয়, রাজ্য ভাঙার দাবিতে নিজের যুক্তি খাড়া করে ওই বিজেপি নেতার দাবি, বেঙ্গালুরু রাজ্যের জন্যসংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, মানুষের প্রয়োজন মতো জলের সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে মানুষকে। তবে উত্তর কর্ণাটকে বিপুল সম্ভাবনা রয়েছে। আর এই অংশকে আলাদা রাজ্য করার দাবিতে সকলের আন্দোলন করা উচিত। অবশ্য কাট্টির এই আলাদা রাজ্যের দাবি এই প্রথমবার নয় এর আগেই এহেন দাবি তুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন উমেশ কাট্টি।


Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version