মহানাটকের মহারাষ্ট্র: একঝলকে সারাদিনের ঘটনাবলী…

পুরনো ঘোড়া কেনাবেচার অঙ্কে এবার মহারাষ্ট্রে (Maharastra) সরকার ফেলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি(BJP)। শিবসেনার(Shiv Sena) ৪০-এর বেশি বিধায়ককে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে অসমে (Assam)। অন্যদিকে সরকার বাঁচাতে মরিয়া শিবসেনা-এনসিপি-কংগ্রেস। এহেন পরিস্থিতিতে গতকাল রাতেই সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছিলেন উদ্ধব ঠাকরে। তারপর বৃহস্পতিবার সকাল থেকে চলল একের পর এক নাটক।

* সরকার পতনের সম্ভাবনা জোরালো হওয়ার পর খবর আসে জোট শরিক এনসিপি-র সঙ্গে শিবসেনার সংঘাত শুরু হয়েছে। এনসিপি-র দাবি, উদ্ধব সরকারের সঙ্কটের নেপথ্যে রয়েছে শিবসেনার অন্তর্দ্বন্দ্ব। শিবসেনার শীর্ষ নেতৃত্বের একাংশ বিদ্রোহীদের ইন্ধন জোগাচ্ছে।
* ১১ টা এনসিপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন উদ্ধব ঠাকরে।
* গুয়াহাটিতে শিবসেনার বিধায়কদের যে হোটেলে রাখা হয়েছে তার সামনে বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের।
* শিণ্ডে শিবিরের দাবি, তাদের সঙ্গে ৪৮ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে।
* মহারাষ্ট্রের জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত শিব সেনার।
* সঞ্জয় রাউতের হুঁশিয়ারি ২৪ ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে এবং ঠাকরের সামনে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য রাখতে হবে।
* চরম টানা পোড়েনের মাঝে নিরাপত্তা বাড়ানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশের
* উদ্ধব ঠাকরেকে শর্ত একনাথ শিণ্ডের। জোট ছেড়ে আগে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ুন উদ্ধব ঠাকরে। উদ্ধবের কথায় কোনও ভরসা নেই, আগে ইস্তফা দিন।
* ঠাকরের পাশে থাকার বার্তা মমতার। রাষ্ট্রপতি নির্বাচনের জেতার ক্ষমতা নেই তাই অনৈতিকভাবে সরকার ফেলার উদ্যোগ
* ‘হাউসে ভোটাভুটি হলেই দেখা যাবে কার পাশে কতজন বিধায়ক’, সাংবাদিক বৈঠক করে পাল্টা চ্যালেঞ্জ উদ্ধব শিবিরের। ‘শিণ্ডে শিবিরেও আমাদের লোক আছে,’ দাবি সঞ্জয় রাউতের।
* শিণ্ডের বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ দুই শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখ ও কৈলাস পাতিলের
* ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন একনাথের। দাবি তাঁদের পক্ষে রয়েছে ৪৯ বিধায়ক
* বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে চিঠি দিতে পারেন শিণ্ডে। দলত্যাগবিরোধী আইনের আওতা এড়াতে ৩৭ বিধায়কের সমর্থন প্রয়োজন
* অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবীশ
* শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, এনসিপির বৈঠকে বার্তা পাওয়ারের।
* ‘এখনও আলোচনার দরজা খোলা আছে, ঠিক করুন কী করবেন। আত্মসম্মান নিয়ে বাঁচবেন, নাকি দাসত্ব করবেন।’, বিদ্রোহীদের বার্তা শিবসেনার
* উদ্ধবের ডাকা বৈঠকে মাতোশ্রীতে হাজির শিবসেনার মাত্র ১৩ বিধায়ক



Previous articleMaharastra: বিধায়কদের লুকিয়ে রাখতে ঢালাই খরচ, নেপথ্যে কে!
Next articleUttar Pradesh: বিয়ের আসরে গুলি চালাল বর, মৃত এক বরযাত্রী