WBPS-WBCS-এ ২০০ নিয়োগ, রাজ্য পুলিশ সার্ভিসের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

WBPS-দের জন্য এবার পৃথক সংগঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এত দিন WBCS-এর জন্য ওয়েল ফেরায় ফোরাম ছিল। এবার WBPS-দের জন্যও ওয়েল ফেয়ার ফোরামের ঘোষণা করলেন মমতা। এছাড়াও ভাতা বৃদ্ধি থেকে পদোন্নতি, নতুন নিয়োগ-সহ একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে থেকে মমতা বলেন, রাজ্যের যে কোনও আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ বা সামজিক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন WBPSরা। কিন্তু এতদিন তাঁদের কোনও ফোরাম ছিল না। সেই কথা মাথায় রেখেই তিনি এই ফোরামের ঘোষণা করেন। এছাড়াও রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। ৬জন DSP-কে ASP এবং ASP-কে SP পদে উন্নীত করা হয়েছে। SDPO এবং DSP-দের ভাতাও বাড়ানো হচ্ছে।

আর কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

• রাজ্যে নতুন ২০০ জন WBPS, ২০০ জন WBCS নিয়োগ করা হবে
• কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে
• ৬ জন DSP-কে ASP ও ASP-কে SP পদে উন্নীত
• এবার থেকে ASP-দের মাসে ২৫০০ টাকা ও SDPO-দের মাসে ২০০০ টাকা ভাতা
• উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
• ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়

রাজ্য পুলিশের পদোন্নতিতে যেন দেরি না হয়- তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Previous articleSarfaraz Khan: মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে শতরান সরফরাজে, সেলিব্রেশনের ভিডিও পোস্ট বিসিসিআইয়ে
Next articleAfganistan: ভূমিকম্পের পর বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান