ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৬২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৭২৭.৯৮ (⬆️ ০.৮৮%)

🔹নিফটি ১৫,৬৯৯.২৫ (⬆️ ০.৯২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। শুক্রবার কিছুটা ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৪৬২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৪৩ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৪৬২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬২.২৬ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,৭২৭.৯৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৪২.৬০ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৬৯৯.২৫।


Previous articleHooghly: এভারেস্টজয়ী পিয়ালি বসাকের পাশে বিধায়ক- মন্ত্রী ইন্দ্রনীল সেন
Next article“ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে শুভেন্দু”, বিস্ফোরক সারদাকর্তা সুদীপ্ত সেন! গ্রেফতারের দাবি তৃণমূলের