Sunday, November 16, 2025

Hooghly: এভারেস্টজয়ী পিয়ালি বসাকের পাশে বিধায়ক- মন্ত্রী ইন্দ্রনীল সেন

Date:

সুমন করাতি, হুগলি

কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টের (Everest) শৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়েছেন হুগলি জেলার চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। ঘরের মেয়ে ঘরে ফেরার পরই রাজ্য সরকার (Government of West Bengal)এবং কেন্দ্র সরকারের (Cetral Government)কাছে সাহাজ্যের আবেদন করেছিলেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন চন্দননগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। চন্দননগর উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাকের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি।

এভারেস্টজয়ী পিয়ালি বসাক শুধু চন্দননগর নয় বরং রাজ্য তথা দেশের গর্ব। ২২ মে ২০২২,রবিবার সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় পা রাখেন পিয়ালি। অক্সিজেন ছাড়াই এই বেনজির সাফল্য। প্ৰথম বাঙালি হিসাবে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি। কিন্তু অর্থাভাব প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়ায়। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন এই প্রসঙ্গে বলেন, এই ধরনের অভিযানে যেতে গেলে রাজ্য সরকারের কাছে নির্দিষ্টভাবে আবেদন করলে অবশ্যই সরকার সাধ্যমত সাহায্য করে। শুধু তাই নয় এই ধরনের দুঃসাহসিক অভিযানে গিয়ে যদি কোন রকম বিপদ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের একটা দায় থেকে যায়, যার জন্য তিনি পিয়ালিকে অনুরোধ করেন আগামী দিনে এই ধরনের অভিযানের আগে সরকারের কাছে তিনি যেন নির্দিষ্টভাবে অভিযান সম্বন্ধে বিস্তারিত জানিয়ে আবেদন করেন । চন্দননগর উৎসব কমিটির প্রশংসাও করেন চন্দননগরের বিধায়ক। এই অনুষ্ঠানে পিয়ালির হাতে তিন লক্ষ টাকার চেক ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পিয়ালি ও তাঁর পরিবার চন্দননগর উৎসব কমিটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাঁর এই অভিযানে চন্দননগরের সাধারণ মানুষও তার পাশে দাঁড়িয়েছিলেন, পুরসভার তরফ থেকে তাঁকে সাহায্য করা হয়েছিল। তিনি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়াও চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী (Ram Chakraborty)সহ চন্দননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল উপস্থিত ছিলেন।



Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version