বৃষ্টির বিরাম নেই, জল বাড়ছে, অসমে বন্যায় মৃত্যু বেড়ে ১১০

মৌসম ভবনের পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টির দাপট একটু কমলেও শুক্রবার থেকে ফের লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। স্বাভাবিকভাবেই নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে । বন্যা বিধ্বস্ত অসমের পরিস্থিতিও ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ৪৫ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। তিন লক্ষেরও বেশি মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। অসমের ৩০ টি জেলা পুরোপুরি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ।

শিলচর পুরোপুরি বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন । পানীয় জলের সংকট দেখা দিয়েছে । অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গুয়াহাটি থেকে শিলচর শহরে পানীয় জলের বোতল পৌঁছে দিতে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। রোজ এক লক্ষ বোতল পানীয় জল বায়ুসেনার বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে।

 

Previous articleশহরে ঘিঞ্জি এলাকায় বিপজ্জনক বাড়ি চিহ্নিত করছে রাজ্য, বিধানসভায় জানালেন সুজিত বসু
Next articleমাতশ্রীতে ফিরে আসুন: গুয়াহাটিতে ‘উদ্ধবের দূত’কে আটক করল পুলিশ