গর্ভপাত : সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের

এক রায়ে আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সংবিধান গর্ভপাতের অধিকার দেবে না। গর্ভপাত হবে কী হবে না তা স্থির করবে স্থানীয় প্রদেশের প্রশাসন। পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে শুক্রবার আদালত এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, গর্ভপাত আমেরিকার নারীদের সংবিধান প্রদত্ত অধিকার। কিন্তু তারপরেই দেশের শীর্ষ আদালতের এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই রায়কে মর্মান্তিক ভুল বলে ব্যাখ্যা করেছেন বাইডেন। দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘‘যে ভাবে নারীদের অধিকারকে কেড়ে নেওয়া হল, তা অত্যন্ত দুঃখজনক।”বাইডেন বলেছেন, ‘‘আদালত আমেরিকাবাসীর সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ের ফলে দেশ ১৫০ বছর পিছিয়ে গেল।’’

এদিকে সুপ্রিম কোর্টে এই রায়ের একটি খসড়া প্রস্তাব প্রকাশ্যে আসার পরেই দেশে জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের অসন্তোষ প্রকাশ সেই বিক্ষোভকে আরো জোরালো করেছে।

 

Previous articleToday market price : আজকের বাজার দর
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস