Thursday, August 21, 2025

UP: যোগী রাজ্যে ফের অসম্মানিত মহিলা, শিক্ষিকাকে জুতোপেটা প্রধান শিক্ষকের

Date:

বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশের (Uttarpradesh)আসল ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ায়। যোগী রাজ্যে নিন্দনীয় ঘটনার জেরে সরব শিক্ষামহল। স্কুলের এক শিক্ষিকাকে শারীরিক নির্যাতন করলেন প্রধান শিক্ষক। সবার সামনে জুতোপেটা করার ভিডিও নিমেষে ভাইরাল (Viral Video)। উত্তরপ্রদেশের একটি স্কুলের এই ঘটনায় গ্রেফতার প্রধান শিক্ষক।

ফের যোগী রাজ্যে মহিলাকে অসম্মান, হেনস্থা করার ছবি এল প্রকাশ্যে। সবার সামনে স্কুলের মধ্যে শিক্ষিকার গায়ে হাত তুললেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্যারা টিচার সীমা দেবীকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার বর্মার (Ajit Kumar Varma) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রছাত্রী ও সহকর্মীদের সামনেই ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষকের মধ্যে বচসা বাধে। এরপরই উত্তেজিত প্রধান শিক্ষক ওই মহিলার গায়ে হাত তোলেন বলে জানা যায়। কিন্তু কেন এভাবে সহকর্মীর গায়ে হাত তুললেন অভিযুক্ত? প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুলে উপস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিন সীমা দেবী স্কুলে পৌঁছলে প্রধান শিক্ষক জানান, তিনি উপস্থিতির স্বাক্ষর করতে পারবেন না। এরপরেই বিষয়টিকে নিয়ে বচসা শুরু হয়। এবং মেজাজ হারিয়ে জুতো দিয়ে মহিলা সহকর্মীকে পেটান অভিযুক্ত অজিত কুমার বর্মা। লখিমপুর খেরির শিক্ষা অধিকারী লক্ষ্মীকান্ত পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইতিমধ্যেই বিরোধীরা উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন। বারবার কেন মহিলাদের অসম্মান করার ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে, তা নিয়ে কাঠগড়ায় যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার।



Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version