দুর্গ বাঁচাতে আসরে উদ্ধব-পত্নী রশ্মি ঠাকরে, বিক্ষুব্ধ বিধায়কদের স্ত্রীদের সঙ্গে কথা

মহাসঙ্কটে মহাজোট। মহারাষ্ট্রে (Maharastra) শিবসেনার (Sivsena) বিক্ষোভের ফলে সরকার পড়ার মুখে। এই পরিস্থিতিতে এবার আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Udhab Thakre) স্ত্রী রশ্মি (Rashmi)। বিক্ষুব্ধ বিধায়কদের মানভঞ্জনে তাঁদের স্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন উদ্ধব-ঘরনি। তাঁরা যাতে ফিরে আসেন সেই নিয়েই রশ্মি আবেদন জানান। সামনে কড়া মনোভাব দেখালেও, ভিতরে ভিতরে গৃহযুদ্ধ মেটাতে গৃহিণীদেরও সামিল করলেন উদ্ধব। নিজেও শিবসেনার বিদ্রোহী কয়েক জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর।

এদিকে, শনিবার মধ্যরাতে বিশেষ বিমানে চেপে বডোদরায় গিয়েছেন একনাথ শিন্ডে। দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে। সূত্রের খবর, সেখানে ছিলেন স্বয়ং অমিত শাহ (Amit Shah)। তবে, শিন্ডের শাহ-সাক্ষাত হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে, বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকার ‘শিবসেনা (বালাসাহেব)’ নামে পৃথক একটি গোষ্ঠীর স্বীকৃতির দাবি জানিয়েছেন। এরপরই কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী শিবসেনা বা বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে যাতে না পারে, সে দাবি নিয়ে নির্বাচন কমিশনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব। পাশাপাশি, প্রকাশ্যে দলত্যাগ-বিরোধী আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:জিএসটি ক্ষতিপূরণের সেস দেওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল মোদি সরকার