Thursday, November 13, 2025

দুর্গ বাঁচাতে আসরে উদ্ধব-পত্নী রশ্মি ঠাকরে, বিক্ষুব্ধ বিধায়কদের স্ত্রীদের সঙ্গে কথা

Date:

মহাসঙ্কটে মহাজোট। মহারাষ্ট্রে (Maharastra) শিবসেনার (Sivsena) বিক্ষোভের ফলে সরকার পড়ার মুখে। এই পরিস্থিতিতে এবার আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Udhab Thakre) স্ত্রী রশ্মি (Rashmi)। বিক্ষুব্ধ বিধায়কদের মানভঞ্জনে তাঁদের স্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন উদ্ধব-ঘরনি। তাঁরা যাতে ফিরে আসেন সেই নিয়েই রশ্মি আবেদন জানান। সামনে কড়া মনোভাব দেখালেও, ভিতরে ভিতরে গৃহযুদ্ধ মেটাতে গৃহিণীদেরও সামিল করলেন উদ্ধব। নিজেও শিবসেনার বিদ্রোহী কয়েক জন বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর।

এদিকে, শনিবার মধ্যরাতে বিশেষ বিমানে চেপে বডোদরায় গিয়েছেন একনাথ শিন্ডে। দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে। সূত্রের খবর, সেখানে ছিলেন স্বয়ং অমিত শাহ (Amit Shah)। তবে, শিন্ডের শাহ-সাক্ষাত হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে, বিদ্রোহী বিধায়ক দীপক কেসারকার ‘শিবসেনা (বালাসাহেব)’ নামে পৃথক একটি গোষ্ঠীর স্বীকৃতির দাবি জানিয়েছেন। এরপরই কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী শিবসেনা বা বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে যাতে না পারে, সে দাবি নিয়ে নির্বাচন কমিশনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব। পাশাপাশি, প্রকাশ্যে দলত্যাগ-বিরোধী আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:জিএসটি ক্ষতিপূরণের সেস দেওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হল মোদি সরকার

 

 

 

 

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version