দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের সিনারি পার্ক এলাকায় একটি নাইট ক্লাবে একসঙ্গে ২২ জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। রবিবার সকাল হতেই দেখা যায় ক্লাবের ভিতরে চেয়ারে -টেবিল- মেঝে সর্বত্র ছড়িয়ে রয়েছে প্রাণহীন দেহ। কী কারনে এত জনের রহস্যমৃত্যু তা জানা যায়নি। মনে করা হচ্ছে পদপিষ্ট কিংবা বিষক্রিয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। ব্রিগেডিয়ার টেমবিনকোসি কিনানা নামে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই সিনারি পার্কের ঘটনা পুলিশে জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ।
