Friday, November 28, 2025

মাটি উৎসবে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

Date:

Share post:

রাজ্যের কৃষকবন্ধু (Krishak Bamdhu) প্রকল্পে বড় সাফল্য। বর্ধমানে মাটি উৎসবে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ৮৯ লক্ষ কৃষকের (farmers) অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পৌঁছে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই প্রকল্পের সুবিধা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল (trinamool congress) ঘরে তুলবে।

বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে এসে সোমবার বিজেপিকে আক্রমণের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নয়া অগ্নিপথ প্রকল্পের তুলোধনা করেন মমতা। তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই প্রকল্প। মাত্র ৪ বছরের চাকরি। তার পর কী করবে ছেলেগুলো? ললিপপ খাবে? কী পাবে? আমরা এর বিরোধিতা করছি। সেনাবাহিনীতে আগের মতোই নিয়োগের দাবি তোলেন তিনি। বলেন, ৪ বছরের চাকরির মধ্যে চার-ছ’মাস তো কেটেই যাবে ট্রেনিং নিতে।
এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, সেনাবাহিনীতে অবসরের মেয়াদও বাড়াতে হবে। ৬০ এমনকী ৬৫ করারও দাবি জানান তিনি। সোমবার বর্ধমানের গোদার মাঠে মাটি উৎসবের সূচনায় মমতা বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মমতার দাবি, বহু রাজ্যই প্রকল্পের নাম বদলায়। গুজরাট – উত্তর প্রদেশে রাজ্যের নামে প্রকল্প থাকলে, বাংলায় আপত্তি কেন ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এছাড়াও বিজেপিকে কৃষক-বিরোধী বলে তোপ দেগে তিনি বলেন, যখন দেশজুড়ে কৃষক আন্দোলন হচ্ছে, আমিই প্রথম তাদের পাশে দাঁড়িয়েছি। বিজেপি শুধু মানুষকে ভয় দেখায়।বিজেপির বিরুদ্ধে কথা বললেই ইডি, সিবিআই লেলিয়ে দিচ্ছে।

আরও পড়ুন- ধান বিক্রি করতে আসা কৃষকদের ফেরালে FIR করুন: নির্দেশ মমতার
মহারাষ্ট্রের চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা। শিবসেনা নেতা, উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে ইডির নোটিস পাঠানো প্রসঙ্গে বলেন, কেউ কিছু বললেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। দেশজুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এমনটা কেন হবে? সবাই হাসিখুশি থাকবে। সেটাই তো কাম্য। সব মিলিয়ে এদিন বিজেপি সরকার ও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেত্রী।

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...